১২.৩৮৷৷ ব্যাংক ঋণের সুবিধা অসুবিধা ।Advantage of bank credit

ব্যাংক ঋণের সুবিধা অসুবিধা:

আধুনিক জটিল ও প্রতিযোগিতামূলক কারবারি বিশ্বে ব্যাংক ঋণের গুরুত্ব ও ব্যবহার অত্যধিক। কেননা এ জাতীয় ঋণ গ্রহণের ফলে বেশ কিছু সুবিধা ভোগ করা যায়। নিম্নে এ সম্পর্কে আলোচনা করা হলো :

১.ক্ষুদ্র প্রতিষ্ঠানের ক্ষেত্রে একমাত্র উৎস (Only reliable source in case of small business enterprises): সাধারণত ক্ষুদ্র প্রতিষ্ঠানের আর্থিক সচ্ছলতা ও বাজারে সুনাম না থাকায় তারা দীর্ঘমেয়াদি ঋণ গ্রহণ করতে পারে না। ফলে বাধ্য হয়েই তাদের স্বল্পমেয়াদি ঋণের উপর নির্ভর করতে হয়।

২.কম খরচ (Low cost) : এ ধরনের ঋণের ব্যয় দীর্ঘমেয়াদি ও মধ্যমমেয়াদি ঋণের তুলনায় কম । ফলে ব্যবসায়ীরা কম খরচ বলে এ ধরনের ঋণগ্রহণ করতে আগ্রহ প্রকাশ করে।

৩.কর বাঁচানো (Tax savings) : স্বল্পমেয়াদি ঋণের উপর ধার্যকৃত কর, কর-বাদ যোগ্য ব্যয় । এর ফলে নীট মুনাফার পরিমাণ কম বলে কম কর ধার্য হয় এবং প্রদান করতে হয়। ফলে ব্যাংক ঋণ গ্রহীতার করের পরিমাণ কমিয়ে থাকে।

8.সহজলভ্যতা (Availability) : এ ধরনের ঋণ গ্রহণ করতে ঋণ গ্রহীতাকে কম আনুষ্ঠানিকতা পালন করতে হয়। তাছাড়া এ ধরনের ঋণ প্রদানে বেশি কড়াকড়ি করা হয় না বলে তা ক্ষুদ্র, মাঝারি ও বৃহদায়তন ব্যবসায়ের জন্য” সহজলভ্য হয়ে থাকে।

নমনীয়তা (Flexibility) : এ ধরনের ঋণ বেশ নমনীয়। ফলে এ ধরনের ঋণের পরিমাণ ও পরিশোধ কাল ঋণগ্রহীতা সহজেই বাড়াতে ও কমাতে পারে।

১২.৩৯৷৷ ব্যাংক ঋণের অসুবিধা।
Disadvantage of bank loan

ব্যাংক ঋণের অসুবিধাগুলো নিম্নরূপ :

১.নিয়মিত সুদ প্রদান (Regular payment of interest) : স্বল্পমেয়াদি ঋণে ক্ষেত্রে ঋণ গ্রহীতাকে একটি নির্দিষ্ট সময় পর পর সুদ প্রদান করতে হবে। যদি ঋণ গ্রহীতার নগদ প্রবাহে সমস্যা হয় তবে তাকে ঋণের সুদ পরিশোধ করতে অসুবিধায় পড়তে হয় ।

কম পরিশোধ কাল (Small duration) : এ ধরনের ঋণের পরিশোধ কাল কম। খুব অল্প সময়ের জন্য এ ধরনের ঋণ মঞ্জুর করা হয় ।

আনুষ্ঠানিকতা (Formalities) : এ ধরনের ঋণে যদিও কম আনুষ্ঠানিকতা পালন করতে হয় তবে, মাঝে মাঝে এই আনুষ্ঠানিকতা জটিল রূপ ধারণ করে থাকে।

জামানত (Security) : নতুন ও বাজারে সুনাম নেই এরূপ প্রতিষ্ঠানের ক্ষেত্রে জামানতের বিপরীতে এরূপ ঋণ প্রদান
করা হয়। ফলে তাদের পক্ষে ঋণ নেয়া দুর্বোধ্য হয়ে যায়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

ক্লাস ৭ বিজ্ঞান গাইড ২০২৫ পিডিএফ ডাউনলোড: পরীক্ষার প্রস্তুতিতে এক নতুন দিগন্ত

শিক্ষার্থীদের জন্য সঠিক গাইড এবং নোট পাওয়ার গুরুত্ব অপরিসীম,...

Class 7 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি Guide Book PDF 2025 Download – Lakhokonthe Education

আজকের ডিজিটাল যুগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) একটি...

Class 7 গণিত Guide Book PDF 2025 Download – Lakhokonthe Education

গণিত একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা প্রতিটি শ্রেণির শিক্ষার্থীর জন্য...

Class 7 ইংরেজি ২য় পত্র Guide Book PDF 2025 – সহজে ডাউনলোড করুন Lakhokonthe Education ওয়েবসাইট থেকে

বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস – সকল বিষয়ই ছাত্রদের...