প্রশ্ন ॥১.০১॥ ব্যবসায়ের সংজ্ঞা দাও । অথবা, ব্যবসায় বলতে কি বুঝ? অথবা, কারবার কাকে বলে? 1.01 Best Define business

ব্যবসায়ের সংজ্ঞা দাও । অথবা, ব্যবসায় বলতে কি বুঝ? অথবা, কারবার কাকে বলে?

উত্তর ভূমিকা : ব্যবসায় শব্দটি ইংরেজি “Business” শব্দের বাংলা পারিভাষিক প্রতিশব্দ । Business শব্দটি Busy শব্দ থেকে (Busy + ness) উদ্ভূত যার আভিধানিক অর্থ হলো কোনো কাজে ব্যস্ত থাকা। এ অর্থে ব্যবসায় বলতে মানুষের কোনো কাজে ব্যস্ত থাকার অবস্থাকে বুঝায় ।

→ ব্যবসায়ের সংজ্ঞা :

মুনাফার্জনের উদ্দেশ্যে উৎপাদন, বণ্টন, এবং এর সহায়ক বৈধ কার্যাবলিই হচ্ছে ব্যবসা। ব্যবসায়কে সাধারণভাবে দুইভাবে সংজ্ঞায়িত করা যায়। যথা- সাধারণ অর্থে : মুনাফার্জনের উদ্দেশ্যে পণ্যসামগ্রীর ক্রয়-বিক্রয় সংক্রান্ত কার্যকলাপকে ব্যবসায় বলে ।

ব্যাপক অর্থে : মুনাফার্জনের উদ্দেশ্যে ও অভাব পূরণের নিমিত্তে প্রাকৃতিক সম্পদ আহরণ করে তা মানুষের ব্যবহারোপযোগী করতে ভোগ ব্যবহারের জন্য পৌছে দেয়া পর্যন্ত যাবতীয় বৈধ কর্ম প্রচেষ্টাকে ব্যবসায় বলে অভিহিত করা হয়। ব্যবসায়ের কয়েকটি জনপ্রিয় সংজ্ঞা নিম্নে উল্লেখ করা হলো :

আর, এম, বুডগেটস-এর মতে, “ব্যবসায় হলো ব্যক্তির সংগঠিত প্রচেষ্টা যা মুনাফার্জনের নিমিত্ত মানব সমাজে পণ্য ও সেবাকর্ম সরবরাহ করে।”

বি.বি. ঘোষ-এর মতে, “পণ্যসামগ্রী উৎপাদন অথবা ক্রয়- বিক্রয়ের মাধ্যমে সম্পদ অর্জনের লক্ষ্যে নিয়োজিত মানুষের যাবতীয় কার্যাবলিই হচ্ছে ব্যবসায়।”

এন. এইচ. হ্যানি-এর মতে, “পণ্য দ্রব্য ক্রয় বা বিক্রয়ের মাধ্যমে সম্পদ উৎপাদন অথবা সংগ্রহের জন্য মানুষের যাবতীয় কার্যকলাপকে ব্যবসায় বলে।”

পিটার এফ, ড্রাকার-এর মতে, “পণ্য দ্রব্য ক্রয়-বিক্রয়ের মাধ্যমে যে সংগঠন পরিপূর্ণতা লাভ করে তাকে ব্যবসায় বলা হয়।”
Skinner & Ivancevich বলেছেন, “ব্যবসায় হলো পারস্পরিক সুবিধা বা লাভের জন্য পণ্য সেবা বা অর্থের বিনিময়।”
উপসংহার : বর্তমান প্রগতিশীল বিশ্ব ব্যবস্থার একটি অপরিহার্য অংশ হচ্ছে ব্যবসায়। সভ্যতার অগ্রগতিতে এবং মানুষের বস্তুগত ও অবস্তুগত চাহিদা পূরণের ক্ষেত্রে ব্যবসায়ের কোনো বিকল্প নেই।ব্যবসায় মাধ্যমেই আজ বিভিন্ন দেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ব্যবসায় আজ আধুনিক সভ্যতার অন্যতম বাহন হিসেবে পরিগণিত এবং বিকশিত সভ্যতার অগ্রদূত হিসেবে সমগ্র বিশ্বে স্বীকৃত। ব্যবসার মূল উদ্দেশ্য হলো মুনাফার্জন। বর্তমানে কোনো দেশ আর্থিকভাবে উন্নত করতে হলে ব্যবসায় উন্নত করতে হবে ।

ব্যবসায়ের সংজ্ঞা দাও

ব্যবসায়ের সংজ্ঞা
ব্যবসায়ের সংজ্ঞা
ব্যবসায়ের সংজ্ঞা
ব্যবসায়ের সং জ্ঞা
ব্যবসায়ের সংজ্ঞা
ব্যবসায়ের সংজ্ঞা
ব্যবসায়ের সংজ্ঞা
ব্যবসায়ের সং জ্ঞা

Fiverr Gig image size

Share post:

Subscribe

Popular

More like this
Related