মুজিবনগর সরকার গঠনের উদ্দেশ্য লিখ । অথবা, মুজিবনগর সরকার গঠনের লক্ষ্য ও উদ্দেশ্যগুলো কি ছিল

মুজিবনগর সরকার গঠনের উদ্দেশ্য
Table of Contents
উত্তর : ভূমিকা : ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে গ্রেফতার হওয়ার পূর্ব মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। তার ঘোষণাকে বাস্তবায়ন করার জন্য ১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী স্বাধীন বাংলাদেশ সরকার গঠন করা হয়। এ সরকার ‘মুজিবনগর সরকার’ নামেই বেশি পরিচিত ।
মুজিবনগর সরকার গঠনের উদ্দেশ্য :
একটি নিয়মিত সরকারের লক্ষ্যসমূহ বাস্তবায়নের পাশাপাশি মুক্তিযুদ্ধকে সুচারুরূপে পরিচালনার উদ্দেশ্যে মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল।
এ সরকারের লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ ছিল নিম্নরূপ :
১. বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাকে বাস্তবায়িত করা এবং এর আনুষ্ঠানিক ও সাংগঠনিক রূপ প্রদান করা ৷

অনার্স প্রথম বর্ষ— স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস (আবশ্যিক)- ২৮
২. মুক্তিযুদ্ধকে সুষ্ঠু ও দক্ষতার সাথে পরিচালনা করে দ্রুত দেশকে পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত
করা।
৩. মুক্তিযোদ্ধাদের সংগঠন ও প্রশিক্ষণ প্রদান করা ।
৪. ব্যাপক প্রচারের মাধ্যমে দেশ ও বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি গড়ে তোলা ।
৫. শরণার্থীদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা ।
৬. আন্তর্জাতিক সংস্থা ও বিদেশি রাষ্ট্রের স্বীকৃতি অর্জন করা এবং সাহায্য-সহযোগিতা লাভের ব্যবস্থা করা।
৭. মুক্তিযোদ্ধাদের দ্বারা মুক্তাঞ্চল বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠা করে আইন-শৃঙ্খলা রক্ষা করা।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, মুক্তিযুদ্ধকে গতিময় ও সুসংহত করা, ভারতে আশ্রয়গ্রহণকারী লক্ষ লক্ষ বাঙালির দেখাশুনা এবং বহির্বিশ্বে বাঙালি জাতির ভাবমূর্তিকে তুলে ধরাই ছিল মুজিবনগর সরকারের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য। মুজিবনগর সরকার তার এ লক্ষ্য ও উদ্দেশ্যগুলোর যথাযথ বাস্তবায়ন করে। যার ফলে মাত্র নয় মাসের যুদ্ধে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রের মর্যাদা লাভ করতে সক্ষম হয়।
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস pdf :
মুজিবনগর সরকার গঠনের কারণ, উদ্দেশ্য ও কার্যক্রম