বেসিক ট্রেড ৩৬০ ঘণ্টা পরীক্ষা ২০১২ ( কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন )
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা
বেসিক ট্রেড শিক্ষাক্রম
বেসিক ট্রেড ৩৬০ ঘণ্টা (তিন মাস)
মেয়াদি পরীক্ষা, (জানুয়ারি-মার্চ)-২০১২
বিষয় : কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন
(বিষয় কোড: ৭৬), পরীক্ষার তারিখ: ৩০/03/2012
সময় : ১ ঘণ্টা রেজিস্ট্রেশন নং
সেশন
পূর্ণমান: ৫০
পরিদর্শকের স্বাক্ষর
সকল প্রশ্নের উত্তর দিতে হবে। (মান: ১ x ৫০ = 50 )
সঠিক উত্তরটিতে টিক (√) চিহ্ন দাও:
১। টাস্কবার সেটিং কয়ভাগে ভাগ করা যায়?
ক. এক
গ. তিন
খ. দুই
ঘ. চার √
২। মাউস, কী-বোর্ড ইত্যাদি সেটিং করা যায় কোন জায়গা থেকে?
ক. নেটওয়ার্কজন্য প্রিন্টার ব্যবহার করা হয় ।
গ. কন্ট্রোল-প্যানেল √
খ. টুলবার
ঘ. হেলপ
৩। ফোল্ডারে ফাইল দেখার জন্য ফোল্ডার-
ক. কপি করা হয়
খ. একবার ক্লিক করা হয়
গ. সিলেক্ট করা হয়
ঘ. Double click করা হয় √
৪। প্রোগ্রাম বন্ধ করার জন্য কোন কমান্ড ব্যবহৃত হয়?
ক. Shut down
খ. Exit √
গ. Open
৫। ফাইল রাখা যায়-
ক. ফোল্ডারে √
খ. প্রোগামে
গ. রিসাইকেল বিনে
৬। ফোল্ডার মুছার নিয়ম-
ক. Select + Edit
খ. Select + Delete √
গ. Delete
৭। Windows থেকে DOS-এ যাওয়ার প্রক্রিয়া-
ক. Control panel
খ. Accessories √
গ. Start up
ঘ. Program
৮। MD এর কাজ কী?
ক. Making Directory তৈরি √
খ. Edit Directory তৈরি
গ. More directory তৈরি তৈরি
ঘ. Many Directory
৯। Disk ফরম্যাট কী?
ক. ডিস্ককে কার্যোপযোগী করা √
খ. ডিস্কে ফাইল নেয়া
গ. ডিস্ককে ফাইল মোডিফাই করা
ঘ. ডিস্ক ভাইরাসমুক্ত করা
১০। ফ্লপি ডিস্কের ধারণক্ষমতা কত?
ক. 1.44 MB √
খ.1 MB
গ. 1.44 GB
© সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর :
১১। 1024 বাইটকে বলা হয়।
| উত্তরঃ 1 KB
১২। www এর পূর্ণনাম –
| উত্তরঃ World Wide Web
১৩। ফাইলের নামের শেষের অংশকে – বলা হয়।
| উত্তরঃ) বর্ধিত অংশ (Extention part)
১৪। ফাইল বা ফোল্ডার – অনুসারে সাজানো যায় ।
| উত্তরঃ by Name/ by Type/by Size
১৫। কম্পিউটারের ভাইরাস এক ধরনের। | উত্তরঃ ক্ষতিকারক প্রোগ্রাম
১৬। কম্পিউটারের—ভাইরাস আঘাত করে।
| উত্তরঃ HDD কে
১৭। — if() ফাংশনের একটি উদাহরণ ।
|| উত্তরঃ) =IF(Al>=100, “Yes”, “NOT”)
১৮। ডকুমেন্টের সব লেখা ব্লক করার নিয়ম ।
| উত্তরঃ Ctrl + A
১৯। কোনো লেখাকে মুছার নিয়ম—।
|| উত্তরঃ প্রথমে শব্দ/বাক্যগুলো Select করে Delete Key চাপতে হবে।
২০। ওয়ার্ডের ডকুমেন্টে পেজ নম্বর দেয়ার কমান্ড —
উত্তর: Insert Menu> Page Number > OK
সত্য হলে ‘স’ এবং মিথ্যা হলে ‘মি’ লেখ : ©
২১। কোনো ফোল্ডারের ভিতর ঐ ফোল্ডার কপি করা যায় ।
| উত্তরঃ স
২২। লেখার পরে লেখাকে ছোট-বড় করা যায় ৷
| উত্তরঃ স
২৩। Print কমান্ড Edit মেনুর অধীনে রয়েছে।
| উত্তরঃ মি
২৪। কম্পিউটার এর Clip Art-এ ছবি থাকে।
| উত্তরঃ স
২৫। টেক্সট বক্সে লেখা যায় না ৷
| উত্তরঃ মি
২৬। Formating Toolbar – এ Font Size থাকে না।
| উত্তর: মি
২৭। লেখাকে আন্ডারলাইন করা যায় না ৷
| উত্তরঃ মি
২৮। কলাম ও সারি মিলিত হয়ে টেবিল তৈরি হয়।
|উত্তরঃ স
২৯। সহজে তথ্য সংরক্ষণ করা যায় RAM-এ ।
| উত্তরঃ মি
৩০। ROM-এ নতুন তথ্য সংরক্ষণ করা যায়।
| উত্তরঃ মি
- অতি সংক্ষেপে উত্তর দাও :
৩১। কম্পিউটার কাকে বলে?
| উত্তরঃ কম্পিউটার শব্দের অর্থ গণনাকারী যন্ত্র, যা পূর্বে লিখিত নির্দেশনা অনুসারে (যাকে প্রোগ্রাম বলে) উপাত্ত (Data) সংরক্ষণ করতে পারে, প্রক্রিয়াজাত করতে পারে ও তথ্য (Information) প্রদর্শন করতে পারে ।
৩২। প্রিন্টার কী?
| উত্তরঃ প্রিন্টার একটি আউটপুট ডিভাইস। কম্পিউটারের তথ্য প্রক্রিয়াকরণের ফলাফলকে লিখিত আকারে পাওয়ার জন্য প্রিন্টার ব্যবহার করা হয় ।
৩৩। RAM ও ROM-এর পূর্ণনাম লেখ।
|| উত্তর: RAM এর পূর্ণনাম Random Access Memory. ROM এর পূর্ণনাম Read Only Memory.
৩৪। মনিটর কাকে বলে?
| উত্তর: কম্পিউটারের যাবতীয় কার্যক্রমকে প্রদর্শনের জন্য যে পর্দা ব্যবহার করা হয়, তাকে মনিটর বলে ।
৩৫। কম্পিউটারের মূল অংশগুলোর নাম লেখ ৷
|| উত্তর: (i) Input Unit (ii) Output Unit (iii) CPU Unit.
৩৬। DOS ও Windows কী?
উত্তরঃ DOS : DOS শব্দের অর্থ Disk Operating System. এটি একটি বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম। Windows : উইন্ডোজ একটি চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম
৩৭। Shut down কমান্ডের কাজ কী?
| উত্তরঃ Windows operating system হতে বের হয়ে কম্পিউটার বন্ধ করে দেওয়াই হলো shut down কমান্ড এর কাজ ।
৩৮। অপারেটিং সিস্টেমের কাজ কী?
|| উত্তরঃ) Operating System কম্পিউটারের Hardware কে
সচল করে এবং Hardware এবং Software এর মধ্যে সংযোগ স্থাপনের কাজ করে থাকে ।
৩৯। DOS-এর পূর্ণনাম লেখ ৷
|| উত্তরঃ) ডস (DOS) শব্দের পূর্ণনাম হলো Disk operating system.
৪০। Programs কমান্ডে মাউস পয়েন্টার রাখলে কী দেখা যায়?
॥ উত্তর: List Box দেখা যায় ।
Select the correct form of the verb in the sentences :
৪১। The color of his eyes is/are blue.
Ans. is
৪২। I, you and Habib is/are guilty.
Ans. are
৪৩। The news is / are false .
Ans. is
৪৪। Every boy, every girl and every child is/are welcomed.
Ans. is
৪৫। Each boy and every boy have/has a pen.
An. has
Choose the correct answer :
৪৬। Mr. Joy is — historian.
(a) the
(b) a √
(c) an
(d) No one
৪৭। S.M. Akmal Hossain is – Aircraft Engineer.
Ans. an √
৪৮। Never tell – lie.
(a) a √
(c) an
(b) the
(d) No one
৪৯। The man is going to – mosque for rest a while.
(a) the
(b) an
(c) a √
(d) No one
৫০। My mother reads – holy Quran.
(a) a
(b) an
(c) the √
(d) No one