“লাখো কণ্ঠে সোনার বাংলা” কর্মসূচির জনশক্তি ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠান
ঢাকা, ১৯ মার্চ, ২০১৪ :- আগামী ২৬ মার্চ ২০১৪ তারিখ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় প্যারেড স্কোয়ারে সর্বাধিক জনগণের অংশগ্রহণে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে “GUINNESS WORLD RECORDS” এ বাংলাদেশের নাম সংযোজন উপলক্ষে আয়োজিত
‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ কর্মসূচি বিষয়ে আজ ১৯ মার্চ ২০১৪ তারিখ বুধবার ১৫৩০ ঘটিকায় সশস্ত্র বাহিনী বিভাগের সম্মেলন কক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর, এমপি এর সভাপতিত্বে এবং ত্রাণ ও দূযোর্গ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, এমপি এর উপস্থিতিতে জনশক্তি ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সমন্বয় সভায় আরো উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেঃ জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। এছাড়াও উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের গোয়েন্দা পরিদপ্তরের মহাপরিচালক এবং “লাখো কণ্ঠে সোনার বাংলা” অনুষ্ঠানের জনশক্তি ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ, বেসামরিক ও সামরিক সংযোগ পরিদপ্তরের মহাপরিচালক
এবং “লাখো কণ্ঠে সোনার বাংলা” অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক কমডোর কাজী এমদাদুল হক, ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের কমান্ডার এবং “লাখো কণ্ঠে সোনার বাংলা” অনুষ্ঠানের জনশক্তি ব্যবস্থাপনা কমিটির প্রধান নিয়ন্ত্রক ব্রিগেডিয়ার জেনারেল কাজী এ এস এম আরিফ, জনাব পংকজ দেব নাথ, এমপি, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ,
জনাব মোল্লা মোঃ আবু কাওছার, সভাপতি, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগ, জনাবা ফজিলাতুননেসা ইন্দিরা, মহিলা বিষয়ক সম্পাদিকা, বাংলাদেশ আওয়ামীলীগ, জনাবা পিনু খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ, জনাবা আশরাফুন নেছা মোশারফ, সভানেত্রী, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ, জনাবা অধ্যাপিকা অপু উকিল, সাধারণ সম্পাদিকা, বাংলাদেশ যুব মহিলা লীগ, জনাবা নাজমা আকতার, সভানেত্রী, বাংলাদেশ যুব মহিলা লীগ, জনাবা মাহমুদা বেগম, সাংগঠনিক সম্পাদিকা, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ প্রমূখ নেতা/নেত্রীবৃন্দ।







সভায় সর্বাধিক জনগণের অংশগ্রহণে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে “GUINNESS WORLD RECORDS” এ বাংলাদেশের নাম সংযোজন উপলক্ষে আয়োজিত ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ কর্মসূচি সফল ও স্বার্থক করার জন্য জনশক্তি ব্যবস্থাপনা বিষয়ে গৃহীত সার্বিক পরিকল্পনা ও কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতিসহ অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা