লাখো কণ্ঠে সোনার বাংলা মতবিনিময় সভা অনুষ্ঠান
ঢাকা, ১৮ মার্চ, ২০১৪ :- সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আজ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়স্থ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে সর্বাধিক জনগণের অংশগ্রহণে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে “GUINNESS WORLD RECORDS” এ বাংলাদেশের নাম সংযোজনের অনুষ্ঠান ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ এর সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ ও ঢাকাস্থ বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র প্রতিনিধিগণের মধ্যে এক প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নূর, এমপি এবং বিশেষ অতিথি হিসেবে লেঃ জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, প্রিন্সিপাল স্টাফ অফিসার, সশস্ত্র বাহিনী বিভাগ উপস্থিত ছিলেন।

এছাড়া উক্ত সভায় কমডোর কাজী এমদাদুল হক, মহাপরিচালক, বেসামরিক ও সামরিক সংযোগ পরিদপ্তর, সশস্ত্র বাহিনী বিভাগ (প্রধান সমন্বয় ‘লাখো-কণ্ঠে সোনার বাংলা’), বিভিন্ন পর্যায়ের উর্দ্ধতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ এবং ঢাকাস্থ বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভায় সর্বাধিক জনগণের অংশগ্রহণে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে “GUINNESS WORLD RECORDS” এ বাংলাদেশের নাম সংযোজনের ‘লাখো -কণ্ঠে সোনার বাংলা’ অনুষ্ঠানে ঢাকাস্থ বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র প্রতিনিধিগণ সক্রিয় অংশগ্রহণ ও সুষ্ঠু ব্যবস্থপনার ক্ষেত্রে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
