Table of Contents
ভোগ্য পণ্য
উত্তর : ভূমিকা: চূড়ান্ত ভোগের উপযোগী পণ্যই। যে সকল পণ্য ভোগ বা ব্যবহারের পূর্বে পুনঃ প্রক্রিয়াজাতকরণ, পুনঃসংযোজন, পরিশোধন ইত্যাদির প্রয়োজন হয় না, সে সকল পণ্যকে বলে। যেমন- বই, সংবাদপত্র, টুথপেস্ট, চাল, ডাল, চিনি ইত্যাদি। এ সমস্ত পণ্য অব্যবসায়িক উদ্দেশ্যে স্বল্পমাত্রায় কিন্তু খুব ঘন ঘন ক্রয় করা হয়।

ভোগ্য পণ্যের সংজ্ঞা
সংজ্ঞা : যখন ক্রেতা কোন পণ্য বা সেবা পুনঃবিক্রয় বা পুনঃব্যবহারের নিমিত্তে নয় বরং চূড়ান্ত ব্যবহারের মাধ্যমে ভোগ উপযোগিতা গ্রহণের উদ্দেশ্যে ক্রয় ও ভোগ করে থাকে।
নিম্নে কিছু জনপ্রিয় সংজ্ঞা তুলে ধরা হলো-

American Marketing Association-এর মতে, সে সকল পণ্য যেগুলো চূড়ান্ত ভোক্তা বা গৃহস্থালি ব্যবহারকারীগণ কর্তৃক পুনঃপ্রক্রিয়াজাতকরণ ছাড়াই ব্যবহৃত হয়।”
বেকম্যান-এর মতে, “চুড়ান্ত ভোক্তার দ্বারা ব্যবহৃত পণ্যসামগ্রীকে বোঝায়।”

Philip Kotler & Gary Armstrong- এর মতে, ” সে সকল পণ্য ও সেবা যেগুলো চূড়ান্ত ভোক্তা কর্তৃক ব্যক্তিগত ভোগের উদ্দেশ্যে ক্রয় করা হয়।”
W.J. Stanton, M.J. Etzel & B.J. Walker-এর মতে, “কোন রকম ব্যবসায়িক উদ্দেশ্য ছাড়া গৃহস্থালি ভোক্তাবৃন্দের ব্যবহৃত পণ্য।”

উপসংহার: পরিশেষে বলা যায় যে, যে সকল পণ্য ভোক্তারা অব্যবসায়িক উদ্দেশ্যে কোন রকম পুনঃপ্রক্রিয়াজাতকরণ ছাড়াই ব্যক্তিগত বা পারিবারিক ভোগ বা ব্যবহারের জন্যে ক্রয় করে, সে সকল পণ্যকে বলা হয়।