প্রশ্ন : ১। বাংলাদেশের ভৌগােলিক অবস্থান লিখ। অথবা, বাংলাদেশের ভৌগােলিক অবস্থান বর্ণনা কর।

[অনার্স ২০১৫/২০১৭]

বাংলাদেশের ভৌগােলিক অবস্থান লিখ? অথবা, বাংলাদেশের ভৌগােলিক অবস্থান বর্ণনা কর?

বাংলাদেশের ভৌগােলিক অবস্থান

সুজলা-সুফলা শস্য-শ্যামলা অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের দেশ আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের জনগণের ইতিহাস একদিকে যেমন গৌরবময় অন্যদিকে তেমনি বৈচিত্র্যময়। বাঙালি। জাতির রয়েছে নিজস্ব স্বকীয়তা, রয়েছে স্বকীয় ইতিহাস। পৃথিবীর সর্ববৃহৎ ব-দ্বীপ আমাদের এই বাংলাদেশ।

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত একটি দেশ। এর উত্তর অক্ষাংশ ২০° ৩৪ হতে ২৬° ৩৮ পর্যন্ত এবং দ্রাঘিমাংশ ৮৮° ০১ হতে ৯২° ৪১ পর্যন্ত বিস্তৃত। বাংলাদেশের পূর্ব-পশ্চিমে ৪৪০ কিলােমিটার এবং উত্তর-উত্তর পশ্চিম থেকে দক্ষিণ-দক্ষিণ পূর্ব পর্যন্ত ৭৬০ কিলােমিটার বিস্তৃত।

পরিশেষে বলা যায়, বাংলাদেশ একটি বহুজাতিক গণতান্ত্রিক দেশ। এদেশ প্রাকৃতিক সৌন্দর্য ও সম্পদে ভরপুর। এদেশের ভৌগােলিক বৈশিষ্ট্য লক্ষ করলে দেখা যায় যে, এটি ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চলে অবস্থিত এবং এর আবহাওয়া নাতিশীতােষ্ণ।

বাংলা দেশের ভৌগােলিক অবস্থান wikipedia

প্রশ্ন : ২। বাংলাদেশের সীমানা উল্লেখ কর। অথবা, বাংলাদেশের ভৌগােলিক সীমা উল্লেখ কর।

Share post:

Subscribe

Popular

More like this
Related