প্রশ্ন : ১১। বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা টি লিখ ।অথবা, ২৫ মার্চ রাতে গ্রেফতার হওয়ার পূর্বে বঙ্গবন্ধু স্বাধীনতার যে ঘোষণাটি দেন তা লিখ।

বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা :

উত্তর : ভূমিকা : ১৯৭০-এর নির্বাচনে জয়লাভের পর পাক সরকার আলোচনার নামে সময়ক্ষেপণ করতে থাকে । তারা ক্ষমতা হস্তান্তর না করে এদেশের জনগণের বিরুদ্ধে নানা প্রকার যড়যন্ত্রে লিপ্ত থাকে। কিন্তু বাংলার প্রাণপ্রিয় নেতা শেখ মুজিবুর রহমান পাকিস্তানের এ ষড়যন্ত্র বুঝতে পারেন।

আর এজন্যই তিনি গ্রেফতার হওয়ার আগে ২৫ মার্চ রাত ১২.২০ মিনিটে অর্থাৎ ২৬ মার্চের প্রথম প্রহরে দেশের স্বাধীনতা ঘোষণা করেন। তিনি বন্দী হওয়ার পূর্বে ঢাকায় দলীয় নেতৃবৃন্দ ও ওয়্যারলেসে চট্টগ্রামে ঘনিষ্ঠ সহকর্মীদের নিকট একটি বার্তা পাঠান যা তিনি সারা দেশে প্রচারের নির্দেশ দেন।

বঙ্গবন্ধু কর্তৃক বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ২৬ মার্চ প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন । নিম্নে ঘোষণাটি উল্লেখ করা হলো :

“This may be my last message, from today Bangladesh is independent. I call upon the people of Bangladesh wherever you might be and with whatever you have, to resist the army of occupation to the last. Your fight must go on until the last soldier of the Pakistan occupation army is expelled from the soil of Bangladesh and final victory is achieved.”

[অনুবাদ : “ইহাই হয়তো আমার শেষ বার্তা, আজ হইতে বাংলাদেশ স্বাধীন। আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাইতেছি যে, যে যেখানে আছ, যাহার যাহা কিছু আছে, তাই নিয়ে রুখে দাঁড়াও, সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ করো। পাকিস্তানী দখলদার বাহিনীর শেষ সৈন্যটিকে বাংলার মাটি হইতে বিতারিত না করা পর্যন্ত এবং চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাও।”]

উপসংহার : পরিশেষে বলা যায় যে, বাংলার প্রাণপ্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির মুক্তির জন্য ২৬ মার্চ রাতের প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা করেন ।

তার এ ঘোষণার ফলেই বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়ে তাদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পেরেছিল। তাই আমরা বলতে পারি যে, বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার গুরুত্ব অপরিসীম।

Share post:

Subscribe

Popular

More like this
Related

৫ জিবি ফ্রি ইন্টারনেট পাবেন সকল গ্রাহক কিভাবে নিবেন? 5 GB free internet all sim| How to take 5 GB internet free 2024...

৫ জিবি ফ্রি ইন্টারনেট পাবেন সকল গ্রাহক: কিভাবে নিবেন?বাংলাদেশের...

সপ্তম / ৭ম শ্রেণির শিল্প ও সংস্কৃতি গাইড pdf গাইড ডাউনলোড ২০২৫| Class 7 Art & Culture Guide 2025

ভূমিকা: ৭ম শ্রেণির শিল্প ও সংস্কৃতি গাইড PDF ডাউনলোড...