প্রশ্ন ৩.২৭ কোন প্রতিযোগী সুবিধাগুলো বাজারজাতকারীদের প্রসারিত করা উচিত?3.27 What competitive best advantages should marketers develop?

প্রতিযোগী সুবিধাগুলো

উত্তর : ভূমিকা : পূর্ণ প্রতিযোগীতামূলক বাজারে দীর্ঘমেয়াদি ভ্যালু সৃষ্টির মাধ্যমে টিকে থাকতে হলে বাজারজাতকারিকে প্রতিযোগীদের তুলনায় বিভিন্ন ধরণের সুবিধাবলি প্রসারিত করা একান্তই জরুরী। নিম্নে উক্ত সুবিধাবলি ব্যাখ্যা করা হলো :

১. গুরুত্বপূর্ণ লক্ষ্য বা অভীষ্ট: ক্রেতাদেরকে উচ্চ সুবিধা প্রদানের ক্ষেত্রে প্রদত্ত সুবিধাবলি প্রতিযোগীর থেকে গুরুত্বপূর্ণ হতে হবে ।

প্রতিযোগী সুবিধাগুলো
প্রতিযোগী-সুবিধাগুলো

২. স্বতন্ত্র: ক্রেতাদেরকে প্রদত্ত সুবিধাবলি অবশ্যই প্রতিযোগীর তুলনায় ভিন্ন এবং স্বতন্ত্র হতে হবে ।

৩. উন্নততর : বাজারজাতকারী কর্তৃক প্রদত্ত সুবিধাবলি প্রতিযোগীর তুলনায় উন্নততর হওয়া আবশ্যক ।

প্রতিযোগী সুবিধাগুলো
প্রতিযোগী -সুবিধাগুলো

৪. যোগাযোগ উপযোগী : ক্রেতাদেরকে প্রদত্ত সুবিধাসমূহ হতে যোগাযোগের উপযোগী এবং দৃশ্যক্ষণ।

৫. নকলরোধযোগ্য : সুবিধাসমূহ এমন হতে হবে যেন পতিযোগীরা সহজে তা নকল করতে না পারে।

প্রতিযোগী সুবিধাগুলো
প্রতিযোগী-সুবিধাগুলো

৬. ব্যয়ভার বহনযোগ্যতা : ক্রেতাদেরকে এমন সুবিধা প্রদান করতে হবে যেন তা ক্রেতাদের সামর্থ্যের মধ্যে থাকে ৷

৭. লাভজনক : প্রদত্ত সুবিধাসমূহ যেন প্রতিযোগীর তুলনায় ক্রেতাদের জন্য লাভজনক হয় সেদিকে বাজারজাতকারীকে সতর্ক থাকা আবশ্যক ।

প্রতিযোগী সুবিধাগুলো
প্রতিযোগী -সুবিধাগুলো

উপসংহার: পরিশেষে বলা যায় যে, উল্লেখিত প্রতিযোগীতামূলক সুবিধাবলি প্রসারিত বা প্রদান করার মাধ্যমে বাজারজাতকারীকে প্রতিযোগীতায় টিকে থাকার প্রচেষ্টা গ্রহণ করা আবশ্যক।

রেফারেন্স গ্রুপ কিভাবে ভোক্তা আচরণকে প্রভাবিত করে?

Share post:

Subscribe

Popular

More like this
Related

৫ জিবি ফ্রি ইন্টারনেট পাবেন সকল গ্রাহক কিভাবে নিবেন? 5 GB free internet all sim| How to take 5 GB internet free 2024...

৫ জিবি ফ্রি ইন্টারনেট পাবেন সকল গ্রাহক: কিভাবে নিবেন?বাংলাদেশের...

সপ্তম / ৭ম শ্রেণির শিল্প ও সংস্কৃতি গাইড pdf গাইড ডাউনলোড ২০২৫| Class 7 Art & Culture Guide 2025

ভূমিকা: ৭ম শ্রেণির শিল্প ও সংস্কৃতি গাইড PDF ডাউনলোড...