প্রশ্ন : ৫।, পদবিসহ সাতজন বীরশ্রেষ্ঠের নাম লিখ। অথবা, পদবিসহ সাতজন বীরশ্রেষ্ঠের নাম উল্লেখ কর।

পদবিসহ সাতজন বীরশ্রেষ্ঠের নাম

উত্তর : ভূমিকা : পাকিস্তানি শাসকগোষ্ঠীর অত্যাচার ও শোষণের বিরুদ্ধে বাংলার জনগণ ১৯৭১ সালে গড়ে তোলে দুর্বার সংগ্রাম। দীর্ঘ নয় মাসব্যাপী রক্তক্ষয়ী সংগ্রাম ও বিপুল আত্মোৎসর্গের মধ্য দিয়ে মুক্তিলাভ করে বাংলার মানুষ, মুক্ত হয় বাংলার মাটি এবং পৃথিবীর বুকে জন্মলাভ করে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ।

স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগী লাখো শহীদের মধ্যে ৭ জনকে তাদের বিশেষ অবদানের জন্য প্রদান করা হয় সকল জনগণের ভালোবাসা মিশ্রিত এদেশের সর্বশ্রেষ্ঠ সম্মান ‘বীরশ্রেষ্ঠ’ উপাধি। ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর সরকারি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সাতজন বীর সন্তানকে মরণোত্তর বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয় ।

সাতজন বীরশ্রেষ্ঠের পদবিসহ নাম :

নিম্নে বাংলাদেশের সাতজন বীরশ্রেষ্ঠের পদবিসহ নাম উল্লেখ করা হলো :

নাম
১. বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ
পদবি : ল্যান্স নায়েক
২. বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ
পদবি: ল্যান্স নায়েক
৩. বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীর
পদবি : ক্যাপ্টেন
৪. বীরশ্রেষ্ঠ রুহুল আমিন
পদবি : ইঞ্জিনরুম আর্টিফিসার

৫. বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামাল
পদবি: সিপাহি

৬. বীরশ্রেষ্ঠ মতিউর রহমান
পদবি: ফ্লাইট লেফটেন্যান্ট

৭. বীরশ্রেষ্ঠ মোহাম্মদ হামিদুর রহমান
পদবি: সিপাহি

উপসংহার :

পরিশেষে বলা যায়, বাংলাদেশের এই সাত বীর সন্তানের অবদানের কথা এদেশের জনগণ কোনোদিন ভুলবে না। বাংলার ইতিহাসে তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে এবং থাকবে। যতদিন বাংলাদেশ থাকবে, বাঙালি জাতি থাকবে ততদিন সাত বীরশ্রেষ্ঠ সর্বোচ্চ সম্মান ও মর্যাদায় চির ভাস্বর হয়ে থাকবে ।

Share post:

Subscribe

Popular

More like this
Related

ক্লাস ৭ বিজ্ঞান গাইড ২০২৫ পিডিএফ ডাউনলোড: পরীক্ষার প্রস্তুতিতে এক নতুন দিগন্ত

শিক্ষার্থীদের জন্য সঠিক গাইড এবং নোট পাওয়ার গুরুত্ব অপরিসীম,...

Class 7 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি Guide Book PDF 2025 Download – Lakhokonthe Education

আজকের ডিজিটাল যুগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) একটি...

Class 7 গণিত Guide Book PDF 2025 Download – Lakhokonthe Education

গণিত একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা প্রতিটি শ্রেণির শিক্ষার্থীর জন্য...

Class 7 ইংরেজি ২য় পত্র Guide Book PDF 2025 – সহজে ডাউনলোড করুন Lakhokonthe Education ওয়েবসাইট থেকে

বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস – সকল বিষয়ই ছাত্রদের...