কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০১৪ :
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা
বেসিক ট্রেড
বেসিক ট্রেড ৩৬০ ঘণ্টা (তিন/ছয় মাস)
মেয়াদি (এপ্রিল-জুন/ জানুয়ারি-জুন) পরীক্ষা-২০১৪
বিষয় : কম্পিউটার অপারেটর/কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন (বিষয় কোড : ১৬/৭৬)
[পরীক্ষার তারিখ: 20/06/2014/
পূর্ণমান : ৫০
সেশন
পরিদর্শকের স্বাক্ষর
সকল প্রশ্নের উত্তর দিতে হবে (মান ঃ ১ × ৫০ = 50 )
সময় : ১ ঘণ্টা রেজিস্ট্রেশন নং
কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০১৪
সঠিক উত্তরটিতে টিক (√) চিহ্ন দাও:
১। নিচের কোনটি CPU-এর অংশ নয়?
ক. ALU
গ. ROM √
খ. MU
ঘ. CU
২। RAM একটি—
ক. সেকেন্ডারি মেমরি
খ. স্থায়ী মেমরি
গ. অস্থায়ী মেমরি √
ঘ. ফ্লাশ মেমরি
৩। Copy-এর কী-বোর্ড কমান্ড কোনটি?
ক. Ctrl+C √
খ. Ctrl + P
গ. Ctrl+X
ঘ. Ctrl+K
৪। Undo-এর কী-বোর্ড কমান্ড কোনটি?
ক. Ctrl + Z
খ. Ctrl+V
গ. Ctrl+C
ঘ. Ctrl+P
৫। কোনটি Database প্রোগ্রাম?
ক. Word Perfect
খ. MS-Excel
ঘ. MS Access √
গ. MS-Word
৬। MS-Word-এ বানান শুদ্ধ করার জন্য ব্যবহৃত হয়-
ক. Spell checker √
গ. Edit
খ. Thesaurus
ঘ. Grammar
Print Preview কোন Menu-এর ভেতর থাকে?
ক. File √
খ. Edit
গ. View
ঘ. Tools
৮। Mail merge থাকে—
খ. Format-এ
ঘ. Window-এ
ক. Table-এ
গ. Tools-এ √
কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০১৪
৯। (111001)2-এর Hexa – Decimal-এ প্রকাশ-
ক. E1
খ. 39√
ঘ. 93
গ. 3B
১০। বাংলাদেশে কোন সালে প্রথম কম্পিউটার আসে?
ক. ১৯৪৪
গ. ১৯৫১
খ. ১৯৬৪ √
ঘ. ১৯৭১
বাক্যটি সত্য হলে “স” এবং মিথ্যা হলে “মি” লেখ :
১১। কম্পিউটারের প্রক্রিয়াকরণ অংশ হচ্ছে মাদারবোর্ড।
| উত্তর: ‘মি’
১২। MS-Excel হচ্ছে একটি Spread sheet analysis program।
| উত্তরঃ) ‘স’
১৩। (1001)2 সংখ্যাকে দশমিকে প্রকাশ করলে 11 হয়।
| উত্তর: ‘মি’
১৪। Computer-এর Virus একটি জীবাণু ।
| উত্তরঃ ‘মি’
১৫। Folder-এর ভিতর File ও Folder উভয়ই থাকতে পারে।
॥ উত্তর: ‘স’
১৬। MS Word হলো ওয়ার্ড প্রসেসিং প্যাকেজ।
| উত্তরঃ ‘স’
১৭। Hard disk একটি Processing ডিভাইস।
| উত্তরঃ ‘মি’
১৮। ইঙ্কজেট প্রিন্টার একটি নন-ইম্প্যাক্ট প্রিন্টার।
| উত্তরঃ ‘স’
১৯। Windows7 একটি Application software | |
উত্তর: ‘মি’
২০। Pen drive-কে ফ্লাশ মেমরি বলা হয় ।
| উত্তর: ‘স’
কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০১৪
© সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর:
২১। স্ক্যানার একটি—ডিভাইস ।
| উত্তর: > INPUT
২২। নাম্বার সিস্টেম—প্রকার ।
| উত্তরঃ 4 (চার)
২৩। এক গিগাবাইট—- মেগাবাইট ।
| উত্তর: 1024
২৪। Legal size কাগজের পরিমাপ হচ্ছে – ।
| উত্তরঃ 8 1/2 × 14”
২৫। (13)। সংখ্যাটি বাইনারিতে রূপান্তর করলে
| উত্তর:) (1101 ) 2
কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০১৪
২৬। একই চিঠি বিভিন্ন ঠিকানায় প্রেরণের জন্য –
| উত্তর: Mail Merge
২৭। www-এর পূর্ণনাম –
| উত্তর: World Wide Web
২৮। Microsoft Power Point একটি –।
| উত্তর:) Presentation সফ্টওয়্যার।
২৯। Recycle Bin ফোল্ডারে –ফাইল জমা থাকে।
| উত্তরঃ Delete-কৃত
কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০১৪
৩০। সিডি রম একটি —-ডিভাইস ।
॥ উত্তর: Storage
* অতি সংক্ষেপে উত্তর দাও :
৩১। Bit কী?
উত্তরঃ বিট : বাইনারি নাম্বার পদ্ধতিতে ব্যবহৃত অংক ০ (শূন্য) এবং ১ (এক) কে বিট বলে ।
32। Operating system বলতে কী বুঝায় ?
| উত্তরঃ অপারেটিং সিস্টেম কতিপয় প্রোগ্রামের সমষ্টি, যা কোনো কম্পিউটার সিস্টেমের রিসোর্সসমূহকে নিয়ন্ত্রণ, পর্যবেক্ষণ ও তত্ত্বাবধান করে ।
৩৩। OMR কী?
|উত্তরঃ অপটিক্যাল মার্ক রিকগনাইজার (optical mark reader) এর সংক্ষিপ্ত রূপ হলো OMR । এটি একটি বিশেষ ধরনের ইনপুট ডিভাইস। বিশেষ OMR শিটের মার্ককে পাঠ করে নির্দিষ্ট ফরমের ডাটা তৈরি করে ।
৩৪ । এমএস এক্সেল কী?
| উত্তরঃ মাইক্রোসফট এক্সেল হচ্ছে স্প্রেডশিট অ্যানালাইসিস প্রোগ্রাম। এর দ্বারা দৈনন্দিন হিসাবনিকাশ করা থেকে শুরু করে যাবতীয় ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন রকমের আর্থিক হিসাবনিকাশ সম্পন্ন করা হয়। তা ছাড়া এ প্রোগ্রাম দ্বারা কোনো ডাটাকে চার্টের মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপন করা যায় ।
৩৫। চারটি Input device-এর নাম লেখ ৷
| উত্তরঃ) (i) Keyboard (ii) Mouse (iii) Scanner (iv) Joystick.
কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০১৪
৩৬। BIOS কী?
|| উত্তরঃ Basic input output system-এর সংক্ষিপ্ত রূপকেই BIOS বলা হয়। এটি মূলত রমে সংরক্ষিত একটি সফটওয়্যার।
৩৭। Anti-Virus সফ্টওয়্যারের কাজ কী?
| উত্তরঃ Anti-Virus হলো কম্পিউটারের ভাইরাস প্রতিষেধক প্রোগ্রাম । কম্পিউটারের প্রোগ্রামসমূহকে ভাইরাসমুক্ত করার জন্য এবং ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার উপযোগী পরিবেশ সৃষ্টি করাই এর কাজ। বর্তমানে এ জাতীয় অনেক প্রোগ্রাম পাওয়া যায়।
৩৮। Database বলতে কী বুঝায়?
| উত্তরঃ > শাব্দিক অর্থে ডাটাবেস হচ্ছে কোনো সম্পর্কিত বিষয়ের উপর ব্যাপক তথ্য বা উপাত্তের সমাবেশ। ডাটা বেস বলতে পরস্পর সম্পর্কযুক্ত তথ্যের সমাবেশ বা ভাণ্ডারকে বুঝায়
কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০১৪
৩৯। E-mail অ্যাড্রেসের সাধারণ গঠন লেখ ৷
||উত্তরঃ ই-মেইল অ্যাড্রেস একটি ইউনিক অ্যাড্রেস । অর্থাৎ এক নামে শুধু একটিমাত্র ই-মেইল অ্যাড্রেস থাকে। ই-মেইল অ্যাড্রেস ইংরেজি ছোট হাতের অক্ষরে লিখতে হয় । ই-মেইল অ্যাড্রেসের সাধারণ গঠন হলো : .। প্রতিটি ই- মেইল অ্যাড্রেসের দুটি অংশ থাকে। অংশ দুটির মাঝে সেপারেটর হিসাবে একটি @ (cat sign) ব্যবহৃত হয় ।
৪০। Pen drive কে I/O ডিভাইস বলা হয় কেন?
উত্তরঃ পেন ড্রাইভ (Pen drive) কম্পিউটারের একটি সহায়ক মেমরি হিসাবে ব্যবহার করা হয়। এর সাহায্যে ডাটা যেমন ইনপুট করা যায় তেমনি আউটপুটকৃত ডাটা স্টোর করা যায়, বিধায় এই সহায়ক মেমরি একই সাথে ইনপুট ও আউটপুটের কাজ করে। এ কারণে Pen drive কে I/O ডিভাইস বলা হয়।
Translate into English:
৪১। সূর্য পূর্ব দিকে উঠে ।
উত্তরঃ The sun rises in the east.
৪২। তোমার মাতার নাম কী?
উত্তরঃ What is your mother’s name?
৪৩। আমার আব্বা একজন গরিব লোক ।
| উত্তর: My father is a poor man.
৪৪। তোমার নাম কী?
উত্তর : What is your name?
৪৫। ঢাকা বাংলাদেশের রাজধানী।
উত্তরঃ Dhaka is the capital of Bangladesh.
Fill in the blanks :
৪৬। He is — honest man.
উত্তরঃ an
কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০১৪
৪৭। Ball উত্তরঃ >ngladesh became independent in — | উত্তরঃ 1971
৪৮। You – do it easily.
| উত্তরঃ can
৪৯। Swimming – a good exercise.. 8 | উত্তরঃ is
৫০। The — play football. |
উত্তর: boys
পরীক্ষক
নিরীক্ষক
প্রধান পরীক্ষক
কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০১৪