প্রশ্ন ॥১.০৩॥ অর্থসংস্থানের কার্যাবলি আলোচনা কর।[জা.বি. ২০১৫ (ব্যবস্থাপনা)]অথবা, অর্থায়নের কার্যক্রমগুলো বর্ণনা কর।

অর্থসংস্থানের কার্যাবলি


উত্তর : ভূমিকা : অর্থসংগ্রহ ও সংগৃহীত অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনা সংক্রান্ত যাবতীয় কার্যাবলিকে অর্থায়ন বলে। কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সরকারের প্রয়োজনীয় অর্থের যোগান ও তার ব্যবহার নিশ্চিত করার জন্য বহুবিধ কার্যসম্পাদন করতে হয়।
অর্থায়নের কার্যাবলি নিয়ে অর্থায়নের কার্যাবলি আলোচনা করা হলো :
১. আর্থিক পরিকল্পনা প্রণয়ন : এটি অর্থায়নের খুবই গুরুত্বপূর্ণ কাজ। আর্থিক পরিকল্পনার সময় অর্থের প্রয়োজনীয়তা এবং প্রয়োজনীয় অর্থের পরিমাণ, সময় ও অন্যান্য বিষয় বিবেচনা করতে হয়।
২. তহবিলের উৎস চিহ্নিতকরণ : প্রয়োজনীয় অর্থ কোন কোন উৎস থেকে পাওয়া যেতে পারে তা চিহ্নিত করা অর্থায়নের অন্যতম প্রধান কাজ। কোনো ব্যক্তি, বন্ধুবান্ধব, কোনো আর্থিক প্রতিষ্ঠান বা বাহ্যিক কোনো উৎস থেকে প্রয়োজনীয় অর্থ পাওয়া যেতে পারে। এ সকল উৎসসমূহ চিহ্নিত করাই হলো অর্থায়নের কাজ ।
৩. তহবিল সংগ্রহ : চিহ্নিতকৃত উৎস হতে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা অর্থায়নের আরেকটি কাজ। তহবিল সংগ্রহের ক্ষেত্রে বিভিন্ন নিয়মনীতি, শর্তাবলি ও সময় বিবেচনা করতে হয়।
৪. তহবিল বিনিয়োগ : ভবিষ্যতে সর্বাধিক মুনাফা প্রাপ্তব্য বিভিন্ন প্রকল্পে সংগৃহীত তহবিলের বিনিয়োগ করাও অর্থায়নের কাজ। এক্ষেত্রে বিনিয়োগ প্রকল্পসমূহের খরচ ও আয় বিশ্লেষণ করতে হয়।
৫. তহবিল সংরক্ষণ তহবিল সংরক্ষণ করা অর্থায়নের অন্যতম কাজ। তহবিল সংরক্ষণের জন্য আয়ের সাথে ঝুঁকি সমন্বয় করতে হয়। ফলে তহবিলকে সংরক্ষণ করা সম্ভব হয়।
৬. সম্পদ ব্যবস্থাপনা সম্পদ অর্জন, রক্ষণাবেক্ষণ ও প্রতিস্থাপনের ক্ষেত্রে অর্থায়নের সুনির্দিষ্ট ভূমিকা রয়েছে এবং এ ভূমিকা যথার্থভাবে পালনের উপরই প্রকল্পের স্থায়িত্ব ও লাভজনকতা নির্ভর করে।
৭. ঝুঁকি ব্যবস্থাপনা : বিনিয়োগকৃত প্রকল্পে সর্বদা ঝুঁকি বিদ্যমান থাকে। তাই ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে ঝুঁকিকে সর্বনিম্নে নামিয়ে আনা অর্থায়নের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ।
৮. মুনাফা পূর্বানুমান : বিনিয়োগকৃত প্রকল্পের সম্ভাব্য মুনাফা অনুমান করা এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করাও অর্থায়নের গুরুত্বপূর্ণ কাজ।
৯. তারল্য ব্যবস্থাপনা প্রকল্প সচল রাখার জন্য প্রয়োজনীয় তারল্য বা চলতি মূলধনের পরিমাণ বজায় রাখা একান্ত প্রয়োজন। তাই তারল্য ব্যবস্থাপনাও অর্থায়নের একটি আবশ্যিক কাজ।
১০. নগদ তহবিল ও আর্থিক দলিলপত্রাদি সংরক্ষণ : সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নগদ তহবিল, আর্থিক দলিলপত্রাদি, ভাউচার ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা অর্থায়নের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ ।
১১. অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ : প্রতিষ্ঠানের যাবতীয় হিসাব ও সম্পদের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণের ব্যবস্থা করা অর্থায়নের আরেকটি- গুরুত্বপূর্ণ কাজ।
১২. মুনাফা বণ্টন : বিনিয়োগকৃত অর্থ হতে প্রাপ্ত মুনাফা পুনঃব্যবহার ও ভোগের মধ্যে সমন্বয় সাধন করাও অর্থায়নের অন্যতম কাজ। অর্জিত মুনাফার কত অংশ ব্যবসায়ে পুনঃবিনিয়োগের জন্য রেখে দেওয়া হ

বে এবং কত অংশ শেয়ার মালিকদের মধ্যে কটন করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও তা বাস্তবায়ন করতে হবে।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সরকারের প্রয়োজনীয় অর্থের যোগান ও তার ব্যবহারের জন্য উপরিউক্ত কার্যাবলি সম্পাদন করতে হয়।