‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ কর্মসূচি সংক্রান্ত জরুরি তথ্যাদি সকল টিভি চ্যানেলে তথ্যমূলক টেলিভিশন কমার্শিয়াল (টিভিসি) – ৩ এর মাধ্যমে প্রচার

Date:

লাখো কণ্ঠে সোনার বাংলা (টিভিসি) – ৩ এর মাধ্যমে প্রচার :

“লাখো কণ্ঠে সোনার বাংলা” সকাল ৬:৩০ মিনিট হতে ভেন্যুতে প্রবেশ শুরু হবে। সর্বোচ্চ ৩ লক্ষ লোক ভেন্যুতে প্রবেশ করতে পারবেন।

লাখো কণ্ঠে সোনার বাংলা এর লোগো

জাতীয় প্যারেড স্কোয়ারের উত্তর দিক থেকে আগত অংশগ্রহণকারীগণ মিরপুর-১০ নম্বর গোলচত্বর দিয়ে প্রবেশ করে রোকেয়া সরণির উত্তর প্রান্ত দিয়ে ভেন্যুতে প্রবেশ করবে;

জাতীয় প্যারেড স্কোয়ারের পশ্চিম দিকথেকে আগত অংশগ্রহণকারীগণ শ্যামলীর শিশুমেলার রাস্তা ও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশের রাস্তা দিয়ে ভেন্যুতে প্রবেশ করবে;

জাতীয় প্যারেড স্কোয়ারের দক্ষিণ দিক থেকে আগত অংশগ্রহণকারীগণ চন্দ্রিমা উদ্যানের পাশের রাস্তা ও রোকেয়া সরণির দক্ষিণ প্রান্ত দিয়ে ভেন্যুতে প্রবেশ করবে,

লাখো কণ্ঠে সোনার বাংলা

জাতীয় প্যারেড স্কোয়ারের পূর্ব দিক থেকে আগত অংশগ্রহণকারীগণ বিজয় সরণির পূর্ব প্রান্ত দিয়ে প্রবেশ করে সামরিক জাদুঘরের পাশের রাস্তা হয়ে বিজয় সরণির দক্ষিণ প্রান্ত দিয়ে ভেন্যুতে প্রবেশ করবে এবং

ছাত্রছাত্রী ও সশস্ত্র বাহিনীর সদস্যরা ঢাকা সেনানিবাসের ভেতর দিয়ে প্যারেড গ্রাউন্ডের পেছন দিক থেকে ভেন্যুতে প্রবেশ করবে।

প্রতিটি এলাকা থেকে সশস্ত্র বাহিনীর সদস্যগণ সবাইকে গাইড করে নির্ধারিত প্রবেশ পথ দিয়ে নির্দিষ্ট সেক্টরে নিয়ে যাবেন। কর্মসূচির শুরু থেকে শেষ পর্যন্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের নির্দেশনা অনুসরণ করুণ

২৬ মার্চ সকাল ১১টায় আমরা যে যেখানে যে অবস্থায় থাকব সবাই একসাথে জাতীয় সংগীত গাইব এবং বিশ্বরেকর্ড গড়ব।

লাখো কণ্ঠে সোনার বাংলা
‘লাখো কণ্ঠে সোনার বাংলা’র প্রস্তুতি পর্ব শুরু
জাতীয় প্যারেড স্কোয়ারে প্রেস ব্রিফিং অনুষ্ঠান। ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ কর্মসূচির সর্বশেষ অগ্রগতি।

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

প্রশ্ন ১.০৯ আর্থিক ব্যবস্থাপনা কি?[জা.বি. ২০১৭, ২০১৯ (ব্যবস্থাপনা)]অথবা, আর্থিক ব্যবস্থাপনা কাকে বলে?অথবা, আর্থিক ব্যবস্থাপনার সংজ্ঞা দাও ।

আর্থিক ব্যবস্থাপনা উত্তরঃভূমিকা : অর্থায়ন সংক্রান্ত কার্যাবলির একটি গুরুত্বপূর্ণ বিষয়...

প্রশ্ন ॥১.০৮।। কর্পোরেট সিদ্ধান্তসমূহ আলোচনা কর ৷ [জা.বি. ২০১১ (পুরাতন)]

কর্পোরেট সিদ্ধান্তসমূহ উত্তরঃভূমিকা : যেকোনো ব্যবসায় প্রতিষ্ঠানে আর্থিক সিদ্ধান্ত নেয়া...

প্রশ্ন ॥১.০৭] বিষয় হিসেবে কেন তুমি অর্থায়ন পড়বে?

(জা.বি. ২০১৪ (পুরাতন)। কেন তুমি অর্থায়ন পড়বে? উত্তর : বিষয় হিসেবে...