ভাষা আন্দোলনের তাৎপর্য
উত্তর : ভূমিকা : বাংলা বর্ণের আত্মঅধিকারের চিৎকারে ফেটে পড়া দিন ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি । এই দিনটি আমাদের ভাষা আন্দোলনের চূড়ান্ত বিস্ফোরণের দিন। এর সাথে বাঙালির গৌরব ও বেদনার ইতিহাস জড়িত রয়েছে । নিজের মাতৃভাষার যথার্থ মর্যাদা আদায়ের জন্য বাঙালিকে বুকের রক্ত দিতে হয়েছিল বলে এ দিনটি বেদনার রক্তে রঙিন । আবার ফেব্রুয়ারির এই ভাষা আন্দোলনের পথে বাঙালি তার স্বাধিকার অর্জনের সংগ্রামে অবতীর্ণ হয়ে স্বাধীন- সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় সক্ষম হয়েছে বলে এ দিনটি আমাদের জাতীয় জীবনে একান্ত গৌরবেরও। মূলত ‘৫২-র
ভাষা আন্দোলনই আমাদের অধিকার আদায়ের বলিষ্ঠ সংগ্রামের মাইলফলক। তাই সংগত কারণেই বলতে হয় স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের অবদান ছিল অপরিসীম ।
ভাষা আন্দোলনের সূচনা পর্ব :
দ্বিতীয় মহাযুদ্ধের পরপরই ব্রিটিশ সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী স্বায়ত্তশাসন তথা স্বাধীনতার প্রস্তাব নিয়ে কেবিনেট মিশন ভারতে আসে। পাকিস্তানের জন্ম সম্ভাবনার প্রেক্ষাপটে, পাকিস্তান প্রতিষ্ঠালগ্নের অব্যবহিত পূর্বে, বিশেষ করে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভাইস চ্যান্সেলর ড. জিয়াউদ্দিন উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার প্রস্তাব করেন । পূর্ববঙ্গ হতে ড. মুহম্মদ শহীদুল্লাহ এ প্রস্তাবের বিরোধিতা করে
রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষার দাবি উত্থাপন করেন। এভাবেই পাকিস্তান প্রতিষ্ঠার অব্যবহিত পূর্বেই রাষ্ট্রভাষার প্রশ্নে বিতর্কের সূচনা হয়েছিল ।
বাংলা ভাষার আন্দোলন :
১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর ১৯৪৮ সালে পাকিস্তানের তৎকালীন কর্ণধার
মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় এক জনসভায় একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে উর্দুর কথা ঘোষণা করেন। কিন্তু বাংলার জাগ্রত জনতা এই সিদ্ধান্ত মেনে নিতে পারে নি, প্রতিবাদে বাঙালির কণ্ঠ সোচ্চার হয়ে উঠে। পরবর্তীকালে খাজা নাজিমউদ্দীনের আমলে পুনরায় রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে প্রতিষ্ঠা করার জোরালো প্রচেষ্টা শুরু হলে ‘৪৮-এ সৃষ্ট ক্ষীণ আন্দোলন সমগ্র বাংলায় ছড়িয়ে পড়ে । ছাত্রদের মধ্যে এ আন্দোলনের সূত্রপাত হলেও সমগ্র বাংলাদেশের লোক এর সমর্থনে সাড়া দেয় ।
ভাষা আন্দোলনের উপর সরকারের যতই দমন নীতি চলতে থাকে, আন্দোলন ততই প্রকট হয়ে উঠে
অবশেষে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য প্রাদেশিক পরিষদের অধিবেশনকে সামনে রেখে সারা দেশে বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে ধর্মঘট আহ্বান করা হয়। স্বৈরাচারী সরকার ঢাকায় ১৪৪ ধারা জারি করে সকল প্রকার সভা-সমাবেশ মিছিল নিষিদ্ধ করে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই নিষেধাজ্ঞা অমান্য করে রাজপথে মিছিল করে। পুলিশ মিছিলে বেপরোয়াভাবে গুলি চালায়। গুলিতে সালাম, বরকত, রফিক, জব্বারসহ অনেকে নিহত হন। গ্রেপ্তার হয়
শত শত লোক । এই জঘন্য হত্যাকাণ্ডের খবর সারা দেশে ছড়িয়ে পড়লে সমগ্র বাংলাদেশের মানুষ প্রচণ্ড বিক্ষুব্ধ হয়ে উঠে।
ফলে সরকার ভীত হয়ে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে বাহ্যিক স্বীকৃতি দেয় ১৯৫৬ সালের তৈরি পাকিস্তানের সংবিধানে । কিন্তু তা কাজকর্মে প্রমাণিত হয় নি। ‘৫২-র ভাষা আন্দোলনকে কেন্দ্র করে রচিত হয় গান, কবিতা নাটক, তৈরি হয় শহীদ মিনার। ফলে বাঙালির নবজাগরণ হয়ে উঠে আরো বেগবান ও কার্যকরী।
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের অবদান : রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার বঞ্চিত বাঙালিরা সকল শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে যে স্বাধীনতা সংগ্রামের সূত্রপাত করেছিল, ভাষাআন্দোলন ছিল তার প্রথম সোপান । সুতরাং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের গুরুত্ব ছিল অপরিসীম । নিম্নে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের অবদান আলোচনা করা হলো :
১. নব জাতীয় চেতনা জাগ্রত :
১৯৫২ সালের ভাষা আন্দোলন পূর্ব পাকিস্তানিদের মধ্যে নব জাতীয় চেতনা তথা বাঙালি জাতির মনে সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক স্বাধিকার অর্জনের আকাঙ্ক্ষা জাগ্রত করে।
২. সাহস ও প্রেরণার উৎস :
ভাষা আন্দোলন এ দেশের বুদ্ধিজীবীদেরকে জনগণের সাথে একাত্ম করে তোলে এবং সমগ্র জাতিকে সংগ্রামী চেতনায় উদ্বুদ্ধ করে। ফলে বাঙালি জাতীয়তাবাদীদের মধ্যে যে বৈপ্লবিক চেতনা ও সংহতিবোধের সৃষ্টি হয়, তা পরবর্তী সকল আন্দোলনে প্রাণশক্তি, সাহস ও প্রেরণার উৎস হিসেবে কাজ করে।
৩. গণদাবি আদায়ের শিক্ষা লাভ :
ভাষা আন্দোলনই সর্বপ্রথম রক্তের বিনিময়ে জাতীয়তাবাদী গণদাবি আদায়ের শিক্ষা ও প্রেরণা দান করে। এ দৃষ্টান্ত হতে বাঙালি জাতি তাদের আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাওয়ার মতো দুর্জয় সংকল্প, সাহস ও অনুপ্রেরণায় বলীয়ান হয়ে উঠে।
৪. হিন্দু-মুসলিম সম্প্রীতি স্থাপন : ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলন । বাংলা ভাষার জন্য এ আন্দোলনে এদেশের আপামর জনগণ অংশগ্রহণ করে। ফলে পূর্ববাংলার হিন্দু-মুসলিম সম্প্রীতি বৃদ্ধি পায় ।
৫. ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের জয়লাভ :
ভাষা আন্দোলনের প্রতি পূর্ববাংলার মানুষের সার্বিক সমর্থনের ফলে ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের নিকট শাসকদল মুসলিম লীগের পরাজয় ঘটে। যুক্তফ্রন্ট তাদের ২১ দফার প্রথমেই বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দানের দাবি জানায় ।
৬. স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় :
১৯৫২ সালের ভাষা আন্দোলনের ফলে বাঙালিদের মধ্যে এক নতুন জাতীয়তাবোধ জন্ম নেয়। আর জাতীয়তাবোধের এ জাগরণই ১৯৬২ সালের ছাত্র আন্দোলন, ‘৬৬-এর স্বাধিকার আন্দোলন এবং ১৯৬৯-এর গণঅভ্যুত্থান ঘটায়। অবশেষে বাঙালি জাতিকে আরো সাহসী করে তোলে, প্রেরণা যোগায় মুক্তিযুদ্ধে । ফলে ১৯৭১ সালে মহান স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে বাঙালি জাতি লাভ করে তাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা ।
উপসংহার :
পরিশেষে বলা যায় যে, ‘৫২ সালের ভাষা আন্দোলন বাঙালিদেরকে যে ঐক্যবদ্ধ শক্তিতে পরিণত করেছিল, সেই শক্তি ধাপে ধাপে বেগবান হয়ে চূড়ান্ত বিস্ফোরণ ঘটেছিল ‘৭১ সালে। তাই সংগত কারণেই বলতে হয় যে, স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ে ভাষা আন্দোলনের অবদান ছিল সবচেয়ে কার্যকরী


১১ প্রশ্ন : ৪.৫। একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের অবদান নিরূপণ কর। অথবা, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের তাৎপর্য আলোচনা কর।
lakhokonthe • December 22, 2022 • No Commentsভাষা আন্দোলনের তাৎপর্য উত্তর : ভূমিকা : বাংলা বর্ণের আত্মঅধিকারের চিৎকারে ফেটে পড়া দিন ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি । এই দিনটি আমাদের …
প্রশ্ন : ৪.৪ । বাঙালি জাতীয়তাবাদ বিকাশে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ভূমিকা আলোচনা কর। অথবা, বাঙালি জাতীয়তাবাদ বিকাশে ভাষা আন্দোলনের গুরুত্ব আলোচনা কর।
lakhokonthe • December 21, 2022 • No Comments১৯৫২ সালের ভাষা আন্দোলন ভূমিকা : ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল বাঙালিদের গণচেতনার প্রথম বহিঃপ্রকাশ এবং স্বাধিকার আন্দোলনের এক বলিষ্ঠ পদক্ষেপ । …

১১ প্রশ্ন : ৪.৩। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমি ও গুরুত্ব আলোচনা কর। অথবা, ভাষা আন্দোলনের পটভূমি ও তাৎপর্য ব্যাখ্যা কর।
lakhokonthe • December 20, 2022 • No Commentsভাষা আন্দোলনের পটভূমি ভাষা আন্দোলনের পটভূমি ভূমিকা : ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল বাঙালিদের গণচেতনার প্রথম বহিঃপ্রকাশ এবং স্বাধিকার আন্দোলনের এক বলিষ্ঠ …

১১ প্রশ্ন : ৪.২। ভাষা আন্দোলন কি? ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য লিখ । অথবা, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের গুরুত্ব তাৎপর্য ব্যাখ্যা কর।
lakhokonthe • December 20, 2022 • No Comments১৯৫২ সালের ভাষা আন্দোলন ভূমিকা : পাকিস্তান সৃষ্টির শুরু থেকেই পাকিস্তানের জাতীয় নেতৃত্ব ভাষা ও সাংস্কৃতিক মিশ্রণের এক কেন্দ্রীভূত নীতি গ্রহণ করে। …

১১ প্রশ্ন : ৪.১। ১৯৫২ সালের ভাষা আন্দোলন এর ইতিহাস বর্ণনা কর। অথবা, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমি আলোচনা কর।
lakhokonthe • December 18, 2022 • No Commentsভাষা আন্দোলনের ইতিহাস ভূমিকা : ভাষা আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অনন্যসাধারণ ঘটনা । ভাষার জন্য জীবন উৎসর্গের ঘটনা পৃথিবীর ইতিহাসে আর …

প্রশ্ন : ৩.৩। পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের বৈষম্যমূলক নীতিসমূহ ব্যাখ্যা কর । অথবা, পাকিস্তানি শাসনামলে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক, প্রশাসনিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বৈষম্যের চিত্র তুলে ধর।
lakhokonthe • December 12, 2022 • No Commentsপশ্চিম পাকিস্তানের বৈষম্যমূলক নীতিসমূহ ভূমিকা : সকল জাতির সত্তার সমান অধিকার সংরক্ষণ ও সুনিশ্চিত করার দৃপ্ত ঘোষণা পাকিস্তান নামক রাষ্ট্রটি সৃষ্টির মূলে …

প্রশ্ন : ৩.১। ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত পাকিস্তানের রাষ্ট্রীয় কাঠামো আলোচনা কর । অথবা, পাকিস্তান আমলের কেন্দ্রীয় ও প্রাদেশিক কাঠামো বর্ণনা কর ।
lakhokonthe • December 12, 2022 • No Commentsপাকিস্তানের রাষ্ট্রীয় কাঠামো ভূমিকা : ১৪ আগস্ট, ১৯৪৭-এর পর ভারতবর্ষ থেকে ব্রিটিশ শাসনের অবসান ঘটে। গোটা ভারতবর্ষকে ২টি ভাগে বিভক্ত করে পাকিস্তান …

১১ প্রশ্ন : ২.১। ১৯৪৭ সালে ভারত বিভক্ত হয় কেন? এটা কি অপরিহার্য ছিল? অথবা, ১৯৪৭ সালে ভারত বিভক্তির কারণ লিখ ।
lakhokonthe • December 12, 2022 • No Commentsভারত বিভক্ত ভূমিকা : ভারতবর্ষের হিন্দু-মুসলিম এবং কংগ্রেস ও মুসলিম লীগের সাম্প্রদায়িক বিরোধ ও দাঙ্গা-হাঙ্গামা ভারত বিভক্তির মূল কারণ । কংগ্রেসের মাত্রাতিরিক্ত …

১১ প্রশ্ন : ১.৭। বাঙালি সংস্কৃতির সমন্বয়বাদিতা কিভাবে ঘটে বর্ণনা কর। অথবা, বাঙালি সংস্কৃতির সমন্বয়বাদিতা ঘটে কিভাবে? ব্যাখ্যা কর।
lakhokonthe • December 7, 2022 • No Commentsবাঙালি সংস্কৃতির সমন্বয়বাদিতা: উত্তর : প্রকৃতিকে জয় করে, বশীভূত করে প্রকৃতির প্রভু হয়ে মানুষ কৃত্রিমভাবে যে জীবনযাপন করে— সেটাই তার সংস্কৃতি ও …

১১ প্রশ্ন : ২.৭ অখণ্ড বাংলা প্রতিষ্ঠার পরিকল্পনা কি? এটি ব্যর্থতার কারণসমূহ বিশ্লেষণ কর। অথবা, অখণ্ড স্বাধীন বাংলা গঠনের পরিকল্পনা ব্যাখ্যা কর। এ পরিকল্পনা ব্যর্থ হয়েছিল কেন?
lakhokonthe • December 7, 2022 • No Commentsউত্তর : ভূমিকা : ১৭৫৭ সালে পলাশি যুদ্ধের মধ্য দিয়ে ব্রিটিশরা ক্ষমতায় আসার পর প্রায় ২০০ বছর এদেশ শাসন করেছে । এ …

১২ প্রশ্ন : ২.৮। ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা আইনের বৈশিষ্ট্যসমূহ অথবা, ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের প্রধান প্রধান ধারাগুলো কি ছিল তা লিখ
lakhokonthe • December 6, 2022 • No Commentsউত্তর : ভূমিকা : ব্রিটিশ ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ও শাসনতান্ত্রিক ইতিহাসের গতিধারায় ১৯৪৭ সালের ভারত শাসন আইন ভারতীয়দের জাতীয় জীবনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ …
১১ প্রশ্ন : ২.২। ঔপনিবেশিক শাসনামলে সাম্প্রদায়িকতার উদ্ভব ও এর ফলাফল ব্যাখ্যা কর। অথবা, ঔপনিবেশিক শাসনামলে সাম্প্রদায়িকতার উদ্ভব, বিকাশ ও এর ফলাফল ব্যাখ্যা কর।
lakhokonthe • December 4, 2022 • No Commentsঔপনিবেশিক শাসনামল উত্তর : ভূমিকা : ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনের ফলেই হিন্দু-মুসলিম এ দুই সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক চিন্তার উদ্ভব হয় । ব্রিটিশ …
১১ প্রশ্ন : ২.১। বঙ্গভঙ্গ কি? বঙ্গভঙ্গের কারণ ও ফলাফল আলোচনা কর। অথবা, ১৯০৫ সালের বঙ্গভঙ্গের কারণ ও ফলাফল বর্ণনা কর।
lakhokonthe • November 24, 2022 • No Commentsবঙ্গভঙ্গ ভূমিকা : ১৯০৫ সালের ৭ জুলাই’র বঙ্গ বিভাগ ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাসমূহের একটি। তৎকালে বঙ্গ প্রদেশ বলতে বাংলা, বিহার, উড়িষ্যা …
১৯ প্রশ্ন : ১.৬। বাংলা ভাষার উদ্ভব ও বাংলা ভাষার ক্রমবিকাশের ধারা পর্যালোচনা কর। অথবা, বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ আলোচনা কর ।
lakhokonthe • November 24, 2022 • No Commentsবাংলা ভাষার উদ্ভব ও বাংলা ভাষার ক্রমবিকাশের ধারা ভূমিকা : পৃথিবীতে আনুমানিক চার থেকে আট হাজারের মতো ভাষা রয়েছে । তন্মধ্যে বাংলা …
১১ প্রশ্ন : ১.৩। বাংলাদেশের অধিবাসীদের আর্থ-সামাজিক জীবনধারায় ভূ-প্রকৃতির প্রভাব আলোচনা কর। History of the emergence of independent bangladesh 2023
lakhokonthe • November 24, 2022 • No Commentsবাংলাদেশের অধিবাসীদের আর্থ-সামাজিক জীবনে ভূ-প্রকৃতির প্রভাব ভূমিকা : প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমির দেশ এই বাংলা । সবুজ প্রান্তর, মনোরম উদার মাঠ, বহু …