বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা
বেসিক ট্রেড শিক্ষাক্রম
বেসিক ট্রেড ৩৬০ ঘণ্টা (তিন/ছয় মাস) মেয়াদি পরীক্ষা (এপ্রিল-জুন জানুয়ারি-জুন)-২০১১
বিষয় : কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন
(বিষয় কোড : ৭৬), পরীক্ষার তারিখ : ০১/০৭/২০১১
সময় : ১ ঘণ্টা
রেজিস্ট্রেশন নং
সেশন
পূর্ণমান : ৫০
পরিদর্শকের স্বাক্ষর
সকল প্রশ্নের উত্তর দিতে হবে। (মান : ১ × ৫০ = ৫০)
১০। Save এর কী-বোর্ড কমান্ড কোনটি?
সঠিক উত্তরটিতে টিক (v) চিহ্ন দাও:
১। কোন সালে বাংলাদেশে প্রথম কম্পিউটার ব্যবহার হয়?
ক. ১৯৫৯
গ. ১৯৭৪
খ. ১৯৬৭
ঘ. ১৯৬৪ √
2 । F5 হতে F25 সেলের ডাটা যোগ করার ফাংশন—
ক. SUM (F5, F25)
গ. SUM (Fs + F25)
খ. SUM (F5 : F25) √
ঘ. SUM (F5. F25)
৩। ডাটাবেস গঠিত হয়-
ক. কতকগুলো রেকর্ড নিয়ে √
খ. কতকগুলো ফিল্ড নিয়ে
গ. কতকগুলো ফাইল নিয়ে
ঘ. এক বা একাধিক ডাটা নিয়ে
8। LAN শব্দের পূর্ণরূপ কোনটি?
ক. Local Assemble Network
খ. Local Area Note
গ. Local Area Network √
ঘ. Legal Assemble Network
৫। কোনটি Network Operating system?
ক. Window 98
গ. Google earth
খ. DOS
ঘ. UNIX √
৬। (২৯)১০ সংখ্যাটিকে বাইনারিতে প্রকাশ করলে কত হয়?
ক. (১১০১১)২
প. (১১১০১)২ √
খ. (১১১১০)২
ঘ. (১০১১১) ২
৭। Query এর কাজ হলো ডাটাবেস থেকে প্রয়োজনীয় ডাটা-
ক. সাজিয়ে প্রিন্ট করা
খ. খুঁজে বের করা √
গ. সুন্দরভাবে প্রদর্শন করা
ঘ. রেকর্ডগুলো সাজানো
৮। নিচের কোনটি ফার্মওয়্যার?
ক. Processor
খ. CMOS
গ. ROM-BIOS √
ঘ. ROM
৯। IC এর অর্থ—
ক. Important Circuit
খ. Integrated Circuit M
গ. International Circuit
ঘ. Impossible Circuit
১০. Save এর কিবোর্ড কমান্ড-
ক. Ctrl + P
গ. Ctrl + C
খ. Ctrl + S M
ঘ. Ctrl + X
★সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর:
১১। মেমরির একক হচ্ছে –
| উত্তরঃ বাইট
১২। কম্পিউটারের প্রথম প্রোগ্রাম রচয়িতার নাম— ।
| উত্তরঃ এডা অগাস্টা লাভলেস ।
১৩। = Sum (“5”. 15, TRUE) = |
| উত্তরঃ 21
১৪। Microsoft Power Point একটি —– Software Package.
॥ উত্তর: presentation
১৫। Page break করার কী-বোর্ড কমান্ড –
| উত্তরঃ Ctrl + Enter
১৬। ROM একটি — মেমরি।
| উত্তরঃ প্রধান/স্থায়ী
১৭। A4 কাগজের সাইজ – ।
|| উত্তরঃ প্রস্থ ৮.২৭”; দৈর্ঘ্য ১১.৬৯”
১৮। Recycle bin-এ – ফাইল জমা থাকে ।
| উত্তরঃ অপ্রয়োজনীয় মুছে যাওয়া পর
১৯। NIC এর পূর্ণনাম – !
| উত্তর: Network Interface Card
২০। একটি চিঠি বিভিন্ন ঠিকানায় প্রেরণের জন্য –
|| উত্তর: Mail Merge
★সত্য হলে ‘স’ এবং মিথ্যা হলে ‘মি’ লেখ :
ব্যবহৃত হয়।
২১। Office program এর ডাটা My Computer-এ Save হয়।
| উত্তরঃ ‘মি’
২২। Software হচ্ছে কম্পিউটারের একটি প্রক্রিয়াকরণ অংশ।
| উত্তরঃ ‘মি’
২৩। Copy করার কী-বোর্ড কমান্ড Ctrl + Xon
| উত্তরঃ ‘মি’
২৪। কম্পিউটারের ভাইরাস একটি প্রোগ্রাম ।
| উত্তরঃ ‘স’
★সার্টিফিকেট-ইন-কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন★
২৫। MS Word-এ বানান শুদ্ধ করার জন্য Spell Checker ব্যবহৃত হয়।
॥ উত্তরঃ > ‘স’
২৬। My Access এর ক্ষেত্রে কুয়েরি ৫ (পাঁচ) প্রকার ।
॥ উত্তরঃ ‘স’
২৭। (১০০১)২ সংখ্যাটিকে দশমিক সংখ্যায় প্রকাশ করলে ১১ হয়।
| উত্তরঃ ‘মি’
২৮। প্রথম বাণিজ্যিক কম্পিউটারের নাম UNIVAC।
॥ উত্তরঃ ‘স’
২৯। Form এর কাজ হলো রেকর্ডগুলো সাজানো ।
| উত্তরঃ ‘স’
৩০। Google একটি Internet সার্চ ইঞ্জিন।
| উত্তরঃ ‘স’
★৫ অতি সংক্ষেপে উত্তর দাও :
৩১। দুটি Spread Sheet package এর নাম লেখ ।
| উত্তর: MS Excel, Quartropro.
৩২। হাইপার লিঙ্ক বলতে কী বুঝায়?
॥ উত্তরঃ একটি ওয়েব পেজের সাথে অপর এক বা একাধিক ওয়েব পেজের সংযোগ (Link) স্থাপন করা যায়। এভাবে স্থাপিত সংযোগকে হাইপার লিংক (Hyper link)
বলা হয় ।
৩৩। Function কী?
| উত্তরঃ কোনো বিশেষ কাজের জন্য বা কোনো মান
নির্ণয়ের জন্য পূর্ব থেকে নির্ধারিত ফর্মুলাকে ফাংশন বলে ।
৩৪। আধুনিক কম্পিউটারের জনক কে?
|| উত্তরঃ চার্লস ব্যাবেজ ।
৩৫। Mail Merge কী?
উত্তরঃ একই চিঠি, মেইলিং লেবেল বা বিজ্ঞপ্তি যদি বিভিন্ন ঠিকানায় ভিন্ন ভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট পাঠানোর প্রয়োজন হয়, তখন উক্ত চিঠির সাথে ভিন্ন ভিন্ন ঠিকানাকে একত্র করে খুব অল্প সময়ে পূর্ণাঙ্গ চিঠি গঠন করার পদ্ধতিকে মেইল মার্জ বলে। অথবা, (একটি চিঠি বিভিন্ন ঠিকানায় পাঠানোই হলো মেইল মার্জ।)
৩৬। কলাম ব্রেক-
| উত্তর: ALT + I, B, C, ENTER
৩৭। Marks-Field এর Data type কী?
| উত্তর: Number
৩৮। কম্পিউটার কী?
|উত্তরঃ> কম্পিউটার শব্দের অর্থ গণনাকারী যন্ত্র, যা পূর্বে লিখিত নির্দেশনা অনুসারে (যাকে প্রোগ্রাম বলে) উপাত্ত (Data) সংরক্ষণ করতে পারে, প্রক্রিয়াজাত করতে পারে ও তথ্য (Information) প্রদর্শন করতে পারে ।
৩৯। দুটি Network operating systems এর নাম লেখ।
| উত্তর: UNIX, LINUX
80 । Row / Column Auto Fit কেন করা হয়?
| উত্তর: Row/Column এর Height এবং Width স্ট্যান্ডার্ড সাইজ রাখার জন্য Auto Fit ব্যবহার করা হয়।
Fill in the blanks with appropriate preposition :
৪১। I would like ——- appear at the final examination.
Ans. to
৪২. You have to do well to get merchandising ——-Training Institute.
Ans. in
৪৩। I do feel —– you, honestly.
Ans. for
88 | Steel is made ——– iron.
Ans. of
৪৫। She was lying ——– my bed.
Ans. on
Translate into English:
৪৬। আমি মার্চেন্ডাইজিং ট্রেডের একজন ছাত্র ।
Ans. I am a student of Merchandising Trade.
৪৭। সূর্য পূর্বদিকে ওঠে।
Ans. The sun rises in
৪৮। আমার বাবা একজন গরীব লোক । Ans. My father is a poor man.
৪৯। আমি একটি গার্মেন্টস-এ চাকরি করি ।
Ans. I work in a garment factory.
৫০। আমি বাড়ি যাব ।
Ans. I will go home.