প্রশ্ন১.১১ বাজারজাতকরণ পরিকল্পনার সংজ্ঞা দাও ।

উত্তর : প্রারম্ভিক কথা ভবিষ্যতে কি করা হবে তার আগাম সিদ্ধান্ত গ্রহণ করাই হল পরিকল্পনা। বাজারজাতকরণ পরিকল্পনা হচ্ছে একটি কোম্পানির পণ্য উৎপাদনের লক্ষ অর্জনের জন্য বাজারজাতকরণ মিশ্রণের উপাদানসমূহ যেমন-পণ্য, মূল্য, বণ্টন ও প্রসার ইত্যাদি কিভাবে ব্যবহার করা হবে, তার রূপরেখা প্রণয়ন করা।

→ বাজারজাতকরণ পরিকল্পনার সংজ্ঞা : বাজারজাতকরণ কার্যক্রমের ক্ষেত্রে অগ্রীম সিদ্ধান্ত গ্রহণ করাই হচ্ছে বাজারজাতকরণ পরিকল্পনা।

নিম্নে বাজারজাতকরণ পরিকল্পনার জনপ্রিয় সংজ্ঞা তুলে ধরা হলো-

Philip Kotler এবং Gary Armstrong এর মতে, “বাজারজাতকরণ পরিকল্পনা হচ্ছে বাজারজাতকরণ কৌশলসমূহের সিদ্ধান্ত গ্রহণ যা কোম্পানির সামগ্রিক কৌশলগত উদ্দেশ্য অর্জনে সহায়তা করে।”

Steven J. Skinner-এর ভাষায়, “বাজারজাতকরণ পরিকল্পনা হচ্ছে আনুষ্ঠানিকভাবে তৈরি ও লিখিত দলিল যাতে বাজারজাতকরণ কৌশল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কাজের বিস্তারিত বিবরণ থাকে।”

Keith Blois বলেন, “বাজারজাতকরণ পরিকল্পনা হচ্ছে বাজারজাতকরণ কার্যক্রমের উদ্দেশ্য নির্ধারণ এবং উদ্দেশ্য অর্জনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নির্ধারণ ও সময়সূচি স্থির করার কাজ।” উপরোক্ত সংজ্ঞাগুলোর আলোকে নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো দেওয়া হলো ।

১. বাজারজাতকরণ পরিকল্পনা বাজারজাতকরণ কৌশল ঠিক করা হয়।

২. এর মাধ্যমে কোম্পানির উদ্দেশ্য অর্জনের চেষ্ট করা হয়।

৩. এতে সুযোগ, সম্পদ ও হুমকি বিশ্লেষণ করা হয়।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, বাজারজাতকরণ পরিকল্পনা হচ্ছে কোম্পানির পণ্য উৎপাদনের ক্ষেত্রে অগ্রীম পরিকল্পনা করা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

৫ জিবি ফ্রি ইন্টারনেট পাবেন সকল গ্রাহক কিভাবে নিবেন? 5 GB free internet all sim| How to take 5 GB internet free 2024...

৫ জিবি ফ্রি ইন্টারনেট পাবেন সকল গ্রাহক: কিভাবে নিবেন?বাংলাদেশের...

সপ্তম / ৭ম শ্রেণির শিল্প ও সংস্কৃতি গাইড pdf গাইড ডাউনলোড ২০২৫| Class 7 Art & Culture Guide 2025

ভূমিকা: ৭ম শ্রেণির শিল্প ও সংস্কৃতি গাইড PDF ডাউনলোড...