বাংলাদেশের জাতীয় সংগীত ও গাওয়ার জন্য জাতীয় সঙ্গীতের পূর্ণপাঠ [Most Popular National anthem of Bangladesh 2022]

Date:

জাতীয় সংগীত

আমার সােনার বাংলা, আমি তােমায় ভালােবাসি।

চিরদিন তােমার আকাশ, তােমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি ॥

ও মা, ফাগুনে তাের আমের বনে ঘ্রাণে পাগল করে,

মরি হায়, হায় রেও মা, অঘ্রানে তাের ভরা ক্ষেতে আমি কী দেখেছি মধুর হাসি ॥

কী শােভা, কী ছায়া গাে, কী স্নেহ, কী মায়া গাে কী আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে।

মা, তাের মুখের বাণী আমার কানে লাগে সুধার মতাে,

মরি হায়, হায় রে— মা, তাের বদনখানি মলিন হলে, ও মা, আমি নয়ন জলে ভাসি ।

জাতীয় সংগীত
জাতীয় সংগীত

গাওয়ার জন্য জাতীয় সঙ্গীত এর পূর্ণপাঠ

গাওয়ার জন্য জাতীয় সঙ্গীতের পূর্ণপাঠ আমার সােনার বাংলা, আমি তােমায় ভালােবাসি ।
চিরদিন তােমার আকাশ, চিরদিন তােমার আকাশ, তােমার বাতাস, |

আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, |

সােনার বাংলা, আমি তােমায় ভালােবাসি ॥

ও মা, ফাগুনে তাের আমের বনে ঘ্রাণে পাগল করে, মরি হায়, হায় রেও মা, ফাগুনে তাের আমের বনে ঘ্রাণে পাগল করে, ও মা, অঘ্রানে তাের ভরা ক্ষেতে কী দেখেছি আমি কী দেখেছি মধুর হাসি।

সােনার বাংলা, আমি তােমায় ভালােবাসি ।

কী শােভা, কী ছায় গাে, কী স্নেহ, কী মায়া গােকী আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে।

মা, তাের মুখের বাণী আমার কানে লাগে সুধার মতাে, মরি হায়, হায় রেমা, তাের মুখের বাণী আমার কানে লাগে সুধার মতাে, মা, তাের বদনখানি মলিন হলে, আমি নয়ন ও মা, আমি নয়ন জলে ভাসি

সােনার বাংল-আ তােমায় ভালােবাসি।

বাংলাদেশের জাতীয় সংগীত পটভুমি

“লাখো কণ্ঠে সোনার বাংলা” লোগো উন্মোচন অনুষ্ঠানের অতিথিগণের বক্তব্য
‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ কর্মসূচির ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ কর্মসূচির সর্বশেষ অগ্রগতি বিষয়ে জাতীয় প্যারেড স্কোয়ারে প্রেস ব্রিফিং অনুষ্ঠান
লাখো কণ্ঠে সোনার বাংলা bbc

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

প্রশ্ন ১.০৯ আর্থিক ব্যবস্থাপনা কি?[জা.বি. ২০১৭, ২০১৯ (ব্যবস্থাপনা)]অথবা, আর্থিক ব্যবস্থাপনা কাকে বলে?অথবা, আর্থিক ব্যবস্থাপনার সংজ্ঞা দাও ।

আর্থিক ব্যবস্থাপনা উত্তরঃভূমিকা : অর্থায়ন সংক্রান্ত কার্যাবলির একটি গুরুত্বপূর্ণ বিষয়...

প্রশ্ন ॥১.০৮।। কর্পোরেট সিদ্ধান্তসমূহ আলোচনা কর ৷ [জা.বি. ২০১১ (পুরাতন)]

কর্পোরেট সিদ্ধান্তসমূহ উত্তরঃভূমিকা : যেকোনো ব্যবসায় প্রতিষ্ঠানে আর্থিক সিদ্ধান্ত নেয়া...

প্রশ্ন ॥১.০৭] বিষয় হিসেবে কেন তুমি অর্থায়ন পড়বে?

(জা.বি. ২০১৪ (পুরাতন)। কেন তুমি অর্থায়ন পড়বে? উত্তর : বিষয় হিসেবে...