১১ প্রশ্ন : ২.১। বঙ্গভঙ্গ কি? বঙ্গভঙ্গের কারণ ও ফলাফল আলোচনা কর। অথবা, ১৯০৫ সালের বঙ্গভঙ্গের কারণ ও ফলাফল বর্ণনা কর।

Date:

বঙ্গভঙ্গ

বঙ্গভঙ্গ

 ভূমিকা : 

১৯০৫ সালের ৭ জুলাই’র বঙ্গ বিভাগ ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাসমূহের একটি। তৎকালে বঙ্গ প্রদেশ বলতে বাংলা, বিহার, উড়িষ্যা এবং মধ্য প্রদেশ ও আসামের কিছু অংশকে বুঝাত । এ প্রদেশের আয়তন ছিল ১,৭৯,০০০ বর্গমাইল । এ বৃহৎ প্রদেশকে একজন গভর্নরের পক্ষে শাসন করা ছিল দুরূহ ব্যাপার । তাই তৎকালীন বড়লাট লর্ড কার্জন প্রশাসনিক সুবিধার্থে ১৯০৫ সালে বঙ্গ প্রদেশকে বিভক্ত করেন ।

বঙ্গভঙ্গ কি :

 ব্রিটিশ ভারতে ১৯০৫ সাল পর্যন্ত সর্ববৃহৎ প্রদেশ ছিল ‘বাংলা প্রেসিডেন্সি’ যার আয়তন ছিল ১ লক্ষ ৮৯ হাজার বর্গ মাইল এবং লোকসংখ্যা ছিল প্রায় ৭ কোটি ৯০ লাখ । বাংলা, বিহার, ছোট নাগপুর ও উড়িষ্যা নিয়ে গঠিত এ প্রদেশের রাজধানী ছিল কলকাতা। বিশালায়তন এ প্রদেশের শাসনভার ন্যস্ত ছিল একজন গভর্নর বা ছোট লাটের ওপর যা তাঁর পক্ষে পরিচালনা করা ছিল খুবই দুরূহ। তাই প্রশাসনিক সুবিধার্থে ভারতের তৎকালীন বড়লাট লর্ড কার্জন ১৯০৫ সালে ‘বাংলা প্রেসিডেন্সি’ নামক বৃহৎ প্রদেশকে দুটি স্বতন্ত্র প্রদেশে বিভক্ত করেন। যা উপমহাদেশের ইতিহাসে বঙ্গভঙ্গ নামে পরিচিত । 

নবগঠিত প্রদেশ দুটির একটি হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী বিভাগ ও আসামকে নিয়ে “পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ” । এর রাজধানী হয় ঢাকা এবং প্রথম গভর্নর নিযুক্ত হন স্যার জোসেফ ব্যামফিল্ড ফুলার । অন্যটি হচ্ছে পশ্চিম বাংলা, বিহার ও উড়িষ্যা নিয়ে ‘পশ্চিমবঙ্গ প্রদেশ’, যার রাজধানী হয় কলকাতা এবং প্রথম গভর্নর নিযুক্ত হন স্যার এনড্রো ফ্রেজার । ১৯০৫ সালের ১ সেপ্টেম্বর বঙ্গভঙ্গের ঘোষণা করা হয় এবং কার্যকর হয় ১৬ অক্টোবর ১৯০৫ থেকে ।

বঙ্গভঙ্গের কারণ :

 বিরাট আয়তন ও বিশাল জনসংখ্যা অধ্যুষিত বাংলাকে বিভক্ত করে দুটি প্রদেশ গঠন করার পিছনে ব্রিটিশ প্রতিনিধিগণ যদিও শুধুমাত্র প্রশাসনিক কারণের কথা উল্লেখ করেছেন, তথাপিও এর পিছনে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক কারণ বিদ্যমান ছিল।

 নিম্নে কারণগুলো সম্পর্কে আলোচনা করা হলো :

১. প্রশাসনিক কারণ :

 বঙ্গভঙ্গের পশ্চাতে ব্রিটিশ প্রতিনিধিবর্গ কর্তৃক উল্লিখিত প্রশাসনিক কারণসমূহ নিম্নরূপ :

 (ক) বাংলা প্রদেশের আয়তনের বিশালতা :

 অবিভক্ত বাংলা ছিল আয়তনের দিক দিয়ে উপমহাদেশের বৃহত্তম প্রদেশ। এর আয়তন ছিল দুই লাখ বর্গমাইল। কাজেই এ বিশাল প্রদেশে সুশাসন নিশ্চিত করা কোনো একজন শাসকের পক্ষে সম্ভব ছিল না। তাছাড়া এ অঞ্চলের জনসংখ্যা ছিল প্রায় ৭ কোটি সাড়ে ১৮ লাখ। কাজেই প্রশাসনিক সুবিধার্থে বঙ্গভঙ্গ যৌক্তিকতা লাভ করে ।

(খ) আসাম প্রদেশের আয়তনের ক্ষুদ্রতা :

 প্রতিবেশী প্রদেশ আসাম ছিল আয়তনে ক্ষুদ্র, যার শাসনব্যবস্থা ছিল নেহাত অপ্রতুল । সে কারণেই লর্ড কার্জন ১৯০২ সালের এপ্রিল মাসে ভারত সচিবকে প্রদেশের সীমানা ও প্রশাসনিক সংক্রান্ত সমস্যাবলি সম্পর্কে লিখেছিলেন । পরবর্তীতে বাংলাকে বিভক্ত করে ঢাকাকে রাজধানী করে রাজশাহী, ঢাকা ও চট্টগ্রামসহ আসামকে নিয়ে পূর্ববাংলা ও আসাম প্রদেশ গঠন করা হয় ।

২. অর্থনৈতিক কারণ : 

বঙ্গভঙ্গের পশ্চাতে অর্থনৈতিক কারণসমূহ নিম্নরূপ :

(ক) পূর্ববাংলার অধিবাসীদের আবেদন :

 পূর্ববাংলার জমিদাররা অধিকাংশই ছিল হিন্দু । তারা জমিদারি ত্যাগ করে কলকাতায় বসবাস করতো। যদিও পূর্ববাংলার জনগণ তাদের বিলাসবহুল জীবনযাপনের অর্থের যোগান দিত, কিন্তু বিনিময়ে হিন্দু জমিদারগণ পূর্ববাংলার মুসলিম অধিবাসীদের কোনো কল্যাণই করতো না । ফলশ্রুতিতে পূর্ববাংলার বঞ্চিত মুসলমান অধিবাসীরা বিক্ষুব্ধ হয়ে ব্রিটিশ সরকারের কাছে বঙ্গভঙ্গের তাগিদ দেন ।

(খ) কলকাতার একচেটিয়া প্রাধান্য হ্রাস করা :

 পূর্ববাংলার অধিবাসীগণ বিশেষত মুসলমানরা শিক্ষা-দীক্ষা, শিল্প-কারখানা, ব্যবসা-বাণিজ্য, অফিস-আদালত, চাকরি ও অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিল। এসব কিছুতে কলকাতার একচেটিয়া প্রাধান্য ছিল। কাজেই বঙ্গভঙ্গের দ্বারা কলকাতার একচেটিয়া প্রাধান্য হ্রাস করে বাংলার মুসলমানদের দুঃখ-দুর্দশা দূর করাই ছিল বঙ্গভঙ্গের অন্যতম লক্ষ্য ।

(গ) পূর্ববাংলার সামগ্রিক উন্নয়ন সাধন : 

তৎকালীন ভারত সরকার শিল্প-কারখানা প্রতিষ্ঠা ও সামগ্রিক উন্নয়নকার্যে সর্বদা পশ্চিম বঙ্গকেই বেশি প্রাধান্য দিত। পূর্ববাংলা ছিল উন্নয়নমূলক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত । কাজেই পূর্ববঙ্গকে পৃথক প্রদেশে পরিণত করে এর সামগ্রিক উন্নয়ন সাধন করাই ছিল বঙ্গভঙ্গের অন্যতম লক্ষ্য ।

৩.রাজনৈতিক কারণ :

 বঙ্গবঙ্গ করার জন্য নিম্নলিখিত রাজনৈতিক কারণও বিদ্যমান ছিল-

(ক) জাতীয়তাবাদী চেতনাকে ধ্বংস করে দেওয়া :

 ১৮৮৫ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বাংলা প্রেসিডেন্সির কেন্দ্র ছিল কলকাতা শহর । জাতীয়তাবাদী এ আন্দোলনকে নস্যাৎ এবং বিপ্লবীদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ করতে উদ্যোগী হয় ।

(খ) হিন্দু-মুসলিম বিদ্বেষ সৃষ্টি :

হিন্দু-মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক বিরোধের বীজ বপন করে এদেশে ব্রিটিশ শাসনের ভিত্তিকে শক্তিশালী করাই ছিল বঙ্গভঙ্গের অন্যতম মূল উদ্দেশ্য।

(গ) পূর্ব বঙ্গের মুসলমানদের নবজাগ্রত চেতনা : 

পূর্ব বঙ্গের জনগণের মধ্যে দুই-তৃতীয়াংশই ছিলেন মুসলমান এবং তারা ছিলেন মূলত কৃষক। অপরপক্ষে অধিকাংশ জমিদার, বণিক, আইনজীবী ছিলেন হিন্দু । ব্রিটিশ শাসনের প্রথম থেকেই শোষক হিন্দু জমিদারগোষ্ঠীর বিরুদ্ধে মুসলমান চাষিকে নিরবচ্ছিন্নভাবে সংগ্রাম চালনা করে জীবনধারণ করতে হতো । ফলে ১৯০৫ সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গের পরিকল্পনা গ্রহণ করলে পূর্ববঙ্গের কৃষক সমাজ এর প্রতি আগ্রহী হয়ে উঠেন ।

৪. ভৌগোলিক কারণ :

 প্রায় দুই লাখ আয়তনবিশিষ্ট অবিভক্ত পূর্ববাংলা ছিল আয়তনের দিক দিয়ে উপমহাদেশের বৃহত্তম প্রদেশ । এ বিশাল প্রদেশের সুশাসন নিশ্চিত করা ভৌগোলিক দিক থেকে কোনো একজন প্রশাসকের পক্ষে দুষ্কর ছিল । ফলশ্রুতিতে ভৌগোলিক কারণে বঙ্গভঙ্গের প্রয়োজনীয়তা বাস্তবে রূপ নেয় ।

বঙ্গভঙ্গের প্রভাব বা ফলাফল : পরবর্তীকালীন রাজনৈতিক ঘটনাবলীর উপর বঙ্গভঙ্গের প্রভাব ছিল অত্যন্ত সুদূরপ্রসারী। নিম্নে বঙ্গভঙ্গের প্রভাব বা ফলাফল আলোচনা করা হলো :

১. পৃথক নির্বাচনের দাবি :

 যে নির্বাচন ব্যবস্থা বিভিন্ন সম্প্রদায়ের নিজ নিজ নির্ধারিত সংখ্যক প্রতিনিধি নির্বাচন করে তাই পৃথক নির্বাচন ব্যবস্থা নামে অভিহিত। ব্রিটিশ সরকার কর্তৃক মুসলমানদের বঙ্গভঙ্গের দাবি স্বীকৃতি লাভ করায় মুসলমানরা তাদের অধিকার আদায়ের ব্যাপারে মুসলমান পক্ষ হতে পৃথক নির্বাচনের দাবি উত্থাপন করেন । ১৯০৯ সালে মর্লি মিন্টো সংস্কার আইন স্থানীয় স্বায়ত্তশাসনের ক্ষেত্রে মুসলমানদের জন্য প্রথম প্রতিনিধিত্বের নীতি প্রচলন করে মুসলমান সম্প্রদায়ের এ দাবিকে বাস্তবে রূপদান করে ।

২. মুসলমানদের অবস্থান সুসংহতকরণ : 

মুসলমানরা ভারতের তৎকালীন মোট জনসংখ্যার এক-পঞ্চমাংশেরও বেশি ছিল অর্থাৎ সাবেক রাশিয়াকে বাদ দিলে যেকোনো প্রথম শ্রেণীর ইউরোপীয় রাষ্ট্রের চেয়ে ভারতের মুসলমানদের সংখ্যা ছিল বেশি। যে কারণে মুসলমান প্রতিনিধিদল মুসলমান সম্প্রদায়ের অর্থনৈতিক গুরুত্ব এবং দেশরক্ষায় তাদের আবেদনের যুক্তি উপস্থাপনের মাধ্যমে ব্রিটিশ সরকারের দৃষ্টি আকর্ষণের সাথে সাথে নিজেদের অবস্থানকেও সুসংহত করতে সচেষ্ট হন ।

৩. হিন্দু-মুসলমান ঐক্য : 

বঙ্গভঙ্গ রদ এবং এর পরবর্তী ঘটনাবলী হিন্দু-মুসলমানদের একলা চলার নীতি পরিহারে অনুপ্রেরণা যোগায়। কারণ এ দুটি সম্প্রদায় উপলব্ধি করে যে, হিন্দু-মুসলমানদের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া কখনই ভারতবর্ষকে ব্রিটিশ শাসন হতে মুক্ত করা যাবে না। এ লক্ষ্যকে সামনে রেখে ১৯১৬ সালে মুসলিম লীগ ও কংগ্রেসের মধ্যে স্বাক্ষরিত হয় ঐতিহাসিক লক্ষ্মৌ চুক্তি। এ চুক্তি পরবর্তীকালে হিন্দু-মুসলমানদের মধ্যে সম্মিলিত প্রচেষ্ঠায় গড়ে উঠা খিলাফত আন্দোলন ও অসহযোগ আন্দোলনের শক্তি ও অনুপ্রেরণা যোগায় ।

৪. রাজনৈতিক দল হিসেবে মুসলিম লীগের স্বীকৃতি লাভ : 

বঙ্গভঙ্গের প্রভাবে ১৯১৬ সালে লক্ষ্মৌ চুক্তির ফলে মুসলিম লীগ তথা মুসলমান সমাজ সামগ্রিকভাবে স্বায়ত্তশাসনের দাবিতে জাতীয় কংগ্রেসের সাথে একটা লাইনে দাঁড়ায় এবং ব্রিটিশ কর্তৃপক্ষের বিরোধিতায় সোচ্চার হয়ে উঠে । এছাড়া এই চুক্তির ফলে মুসলিম লীগ মুসলমানদের প্রতিনিধিত্বমূলক রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি লাভ করে ।

৫. ভারতীয় শাসন সংস্কার :

 বঙ্গভঙ্গের প্রভাবেই ব্রিটিশ সরকারকে ভারত সংক্রান্ত নীতির পরিবর্তন ঘটাতে বাধ্য করে । ১৯০৯ সালের ভারত শাসন আইন এবং ১৯১৯ সালের ভারত শাসন আইন ছিল বঙ্গভঙ্গ আন্দোলনের ফসল, যা পরবর্তীকালীন রাজনৈতিক ঘটনাবলীর উপর সুদূরপ্রসারী প্রভাব বিস্তার করেছিল ।

উপসংহার :

 পরিশেষে বলা যায় যে, উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে বঙ্গভঙ্গ ছিল একটি সুদূরপ্রসারী আন্দোলন । এ আন্দোলনের ধারাবাহিকতায় পরবর্তীকালে বিভিন্ন রাজনৈতিক ঘটনাবলীতে নতুনতর গতি সঞ্চারিত হয়। বঙ্গভঙ্গ রদের ফলে মুসলমানগণ বুঝতে পারল ভবিষ্যত আর ইংরেজদের বিশ্বাস করা যাবে না এবং বিশ্বাস আলোচনা বা সহযোগিতার মাধ্যমে নয়, বরং আন্দোলন ও সংগ্রামের মাধ্যমেই দাবি আদায় করতে হবে। মুসলমানদের স্বতন্ত্র আবাস ভূমি পাকিস্তান প্রতিষ্ঠার জন্য এবং ভারতবর্ষকে ব্রিটিশ শাসনের নাগপাশ থেকে ছিন্ন করার সকল আন্দোলনের নেতৃস্থানীয় আন্দোলন ছিল বঙ্গভঙ্গ আন্দোলন ।

বঙ্গভঙ্গ কি? বঙ্গভঙ্গের কারণ ও ফলাফল


১৯ প্রশ্ন : ১.৬। বাংলা ভাষার উদ্ভব ও বাংলা ভাষার ক্রমবিকাশের ধারা পর্যালোচনা কর। অথবা, বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ আলোচনা কর ।



November 24, 2022

No Comments

বাংলা ভাষার উদ্ভব ও বাংলা ভাষার ক্রমবিকাশের ধারা ভূমিকা : পৃথিবীতে আনুমানিক চার থেকে আট হাজারের মতো ভাষা রয়েছে । তন্মধ্যে বাংলা …


১১ প্রশ্ন : ১.৩। বাংলাদেশের অধিবাসীদের আর্থ-সামাজিক জীবনধারায় ভূ-প্রকৃতির প্রভাব আলোচনা কর। History of the emergence of independent bangladesh 2023



November 24, 2022

No Comments

বাংলাদেশের অধিবাসীদের আর্থ-সামাজিক জীবনে ভূ-প্রকৃতির প্রভাব  ভূমিকা :  প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমির দেশ এই বাংলা । সবুজ প্রান্তর, মনোরম উদার মাঠ, বহু …


Life history of Prophet Hazrat Muhammad (SM) from birth to death. Who is the best people in the world



November 23, 2022

No Comments

Who is the best people in the world The best people in the world Prophet Hazrat Muhammad (SM) Life history of Prophet …


Best VPN for android phone 2022( Top 3 Free and premium VPN)



November 22, 2022

No Comments

Free Best vpn for android phone 2022   1 .Secure VPN-Safer Internet 2. SuperVPN Fast VPN Client 3.QuickVPN This all vpn is …


স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সর্বশেষ সাজেশনস ১৭-১০-২০২১ (BBA 1ST YEAR 100% Common)



October 16, 2022

No Comments

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস প্রশ্ন ২০২১ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস প্রশ্ন ফাস স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস প্রশ্ন ও উত্তর ২০২১ সর্বশেষ সাজেশনস …


প্রশ্ন : ৯। সংস্কৃতির সমন্বয়বাদিতা কি? অথবা, সংস্কৃতির সমম্বয়বাদিতা বলতে কি বুঝ?



September 24, 2022

No Comments

সংস্কৃতির সমন্বয়বাদিতা হলো সংস্কৃতির অগ্রগতি বা কল্যাণ । প্রতিটি সমাজেই সংস্কৃতির সমন্বয়বাদিত বিদ্যমান। সমাজব্যবস্থায় বিভিন্ন বৈচিত্র্যের আলোকে গড়ে উঠে সংস্কৃতির সমম্বয়বাদিতা। সমাজজীবনে …


প্রশ্ন : ৬।বাংলাদেশের ভূ-প্রকৃতির বৈশিষ্ট্য সংক্ষেপে বর্ণনা কর। অথবা, বাংলার ভৌগােলিক বৈশিষ্ট্যগুলো বর্ণনা দাও?



September 23, 2022

No Comments

বাংলাদেশের ভূ-প্রকৃতির বৈশিষ্ট্য: উপমহাদেশের একটি প্রাচীন জনপদের নাম বঙ্গ। মুসলমান আমল হতে বাংলা ভাষাভাষী ভুভাগ বঙ্গ বা বাংলা নামে পরিচিত হয়। তখন …


(BBA Best suggestion 2) নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্যসমূহ আলােচনা কর। অথবা, নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্যগুলাে ব্যাখ্যা কর।



September 22, 2022

No Comments

নিরপেক্ষ রেখা এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দু দ্বারা প্রকাশিত দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ থেকে ভােক্তা সম পরিমাণ সন্তুষ্টি বা উপযােগ পায়। …


(BBA Best suggestion 1) নিরপেক্ষ রেখা কী? নিরপেক্ষ রেখা বিশ্লেষণের মাধ্যমে ভােক্তার ভারসাম্য ব্যাখ্যা কর। অথবা, নিরপেক্ষ রেখার সংজ্ঞা দাও। নিরপেক্ষ রেখা বিশ্লেষণে ভােক্তার ভারসাম্য চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর।



September 21, 2022

No Comments

নিরপেক্ষ রেখা ও নিরপেক্ষ রেখা বিশ্লেষণ নিরপেক্ষ রেখা হলাে এমন একটি রেখা যার প্রতিটি বিন্দুতে দু’টি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায়। প্রতিটি …

বাঙালিকে কেন সংকর বা মিশ্র জাতি বলা হয়


প্রশ্ন : ৫। মিশ্র জাতি বলা হয় ? অথবা, বাঙালিকে কেন সংকর বা মিশ্র জাতি বলা হয় ?



September 14, 2022

No Comments

সংকর বা মিশ্র জাতি: বাঙালি জাতির নৃগােষ্ঠীগত পরিচয় অল্প কথায় বিশ্লেষণ করা কঠিন। বাঙালি নরগােষ্ঠী বহুকাল ধরে নানা জাতির সমন্বয়ে গড়ে উঠেছে। …

বাংলা নামের উৎপত্তি


৪. প্রশ্ন : বাংলা নামের উৎপত্তি কিভাবে হয়? অথবা, বাংলা নামের উৎপত্তি সম্পর্কে টীকা লিখ। অথবা, বাংলা নামের উৎপত্তি সম্পর্কে সংক্ষেপে লিখ।



September 14, 2022

1 Comment

২০১৪/২০১৬/২০১৯ বাংলা নামের উৎপত্তি মুসলিম শাসনামল থেকে ভারতের বাঙালি অধ্যুষিত অঞ্চলে বা দেখা যায়। প্রাচীনকালে বাংলাদেশের নাম ছিল বঙ্গ। মুসলিম শাসনামলে বিশেষ …

বঙ্গ ও পঞ্জ জনপদ


প্রশ্ন : ৩। প্রাচীন বাংলার জনপদসমূহের নাম লিখ। অথবা, বাংলার প্রাচীন জনপদগুলাের সংক্ষিপ্ত পরিচয় দাও। অথবা, সংক্ষেপে বঙ্গ ও পঞ্জ জনপদ সম্পর্কে লিখ।



September 14, 2022

2 Comments

প্রশ্ন : ৩। প্রাচীন বাংলার জনপদসমূহের নাম লিখ। অথবা, বাংলার প্রাচীন জনপদগুলাের সংক্ষিপ্ত পরিচয় দাও। অথবা, সংক্ষেপে বঙ্গ ও পঞ্জ জনপদ সম্পর্কে …

বাংলাদেশের সীমানা


প্রশ্ন : ২। বাংলাদেশের সীমানা উল্লেখ কর। অথবা, বাংলাদেশের ভৌগােলিক সীমা উল্লেখ কর।



September 13, 2022

4 Comments

২০১৪,১৬.১৯ প্রশ্ন : ২। বাংলাদেশের সীমানা উল্লেখ কর। অথবা, বাংলাদেশের ভৌগােলিক সীমা উল্লেখ কর। বাংলাদেশের সীমানা সুজলা-সুফলা শস্য-শ্যামলা অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের দেশ …

বাংলাদেশের ভৌগােলিক অবস্থান বর্ণনা কর


প্রশ্ন : ১। বাংলাদেশের ভৌগােলিক অবস্থান লিখ। অথবা, বাংলাদেশের ভৌগােলিক অবস্থান বর্ণনা কর।



September 13, 2022

1 Comment

[অনার্স ২০১৫/২০১৭] বাংলাদেশের ভৌগােলিক অবস্থান লিখ? অথবা, বাংলাদেশের ভৌগােলিক অবস্থান বর্ণনা কর? বাংলাদেশের ভৌগােলিক অবস্থান সুজলা-সুফলা শস্য-শ্যামলা অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের দেশ আমাদের …

প্রস্তুতি পর্ব


“লাখো কন্ঠে সোনার বাংলা”-র প্রস্তুতি পর্ব ( Great preparation phase lakhokonthe sonarbangla 2014 )



September 10, 2022

1 Comment

“লাখো কন্ঠে সোনার বাংলা”-র প্রস্তুতি পর্ব ঢাকা, মার্চ ১১, ২০১৪: গত মার্চ ২, ২০১৪ তারিখে এক আনুষ্ঠানিক ঘোষণার মধ্য “লাখো কন্ঠে সোনার …

সর্বশেষ সাজেশনস


‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে ছাত্র প্রতিনিধিগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠান (Lakhokonthe sonarbangla great meeting program 2014)



September 10, 2022

No Comments

লাখো কণ্ঠে সোনার বাংলা মতবিনিময় সভা অনুষ্ঠান ঢাকা, ১৮ মার্চ, ২০১৪ :- সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আজ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়স্থ সংস্কৃতি বিষয়ক …



১৯ মার্চ ২০১৪ তারিখে সশস্ত্র বাহিনী বিভাগের সম্মেলন কক্ষে “লাখো কণ্ঠে সোনার বাংলা” কর্মসূচির জনশক্তি ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠান



September 10, 2022

No Comments

“লাখো কণ্ঠে সোনার বাংলা” কর্মসূচির জনশক্তি ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠান ঢাকা, ১৯ মার্চ, ২০১৪ :- আগামী ২৬ মার্চ ২০১৪ তারিখ মহান …

লাখো কণ্ঠে সোনার বাংলা এর লোগো


‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ কর্মসূচি সংক্রান্ত জরুরি তথ্যাদি সকল টিভি চ্যানেলে তথ্যমূলক টেলিভিশন কমার্শিয়াল (টিভিসি) – ৩ এর মাধ্যমে প্রচার



September 10, 2022

1 Comment

লাখো কণ্ঠে সোনার বাংলা (টিভিসি) – ৩ এর মাধ্যমে প্রচার : “লাখো কণ্ঠে সোনার বাংলা” সকাল ৬:৩০ মিনিট হতে ভেন্যুতে প্রবেশ শুরু …



জাতীয় প্যারেড স্কোয়ারে প্রেস ব্রিফিং অনুষ্ঠান। ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ কর্মসূচির সর্বশেষ অগ্রগতি।



September 10, 2022

3 Comments

প্রেস ব্রিফিং অনুষ্ঠান ২২ মার্চ ২০১৪:- আজ শনিবার সকাল ১০০০ ঘটিকায় ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ কর্মসূচির সর্বশেষ অগ্রগতি বিষয়ে জাতীয় প্যারেড স্কোয়ারে …



টিভিসি-৪ এর মাধ্যমে লাখো কণ্ঠে সোনার বাংলা কর্মসূচি সংক্রান্ত জরুরি তথ্যাদি প্রচার।Lakhokanthesonarbangla best program through TVC-4



September 10, 2022

1 Comment

টিভিসি-৪ এর মাধ্যমে প্রচার সমাবেশস্থলে প্রবেশ, অবস্থান এবং স্থান ত্যাগের জন্য দায়িত্বপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের নির্দেশনা অনুসরণ করুন। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। …

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

[Ques: 1.01| What is Communication ? (যোগাযোগ কি?). Or, What do you mean by Communication ? (যোগাযোগ বলতে কি বুঝ?)

যোগাযোগ কি : [ Communication (যোগাযোগ) Ans : Preface: Communication is...