পাঠ-৬.৫ চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর শ্রেণিবিভাগ
Classification of Pressure Group
সাধারণত নির্দিষ্ট স্বার্থ হাসিলের উদ্দেশ্য নিয়ে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সংগঠিত হয়। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন।
তাই কাঠামো, উদ্দেশ্য, আদর্শ, সাংগঠনিক ও প্রকৃতিগত বিচারে এ চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়।
G. A. Almond ও G. B. Powell চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে চারটি শ্রেণিতে ভাগ করেছেন।
নিচে এগুলো উল্লেখ করা হলো-
১।স্বতঃস্ফূর্ত চাপ সৃষ্টিকারী গোষ্ঠী (Anomic Pressure Group):
কোনো বিশেষ ঘটনার উপর ভিত্তি স্বতঃস্ফূর্তভাবে গড়ে ওঠা গোষ্ঠীকে স্বতঃস্ফূর্ত চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলে।
কোনোরূপ পূর্বপরিকল্পনা ছাড়াই এ ধরনের গোষ্ঠী তাদের অভাব, অভিযোগ, অসন্তোষকে কেন্দ্র করে গড়ে ওঠে এবং দাঙ্গাহাঙ্গামা, ভাঙচুর, বিক্ষোভ, গু ইত্যাদির মাধ্যমে দেশের সরকারের উপর চাপ সৃষ্টি করে।
পৃথিবীর প্রায় সব দেশেই কিছু না কিছু স্বতঃস্ফূর্ত চা সৃষ্টিকারী গোষ্ঠী পরিলক্ষিত হলেও মধ্যপ্রাচ্যের দেশসমূহে এ ধরনের গোষ্ঠী বেশি দেখা যায়।
২। সংগঠনভিত্তিক চাপ সৃষ্টিকারী গোষ্ঠী (Associational Pressure Group) :
কোনো একটি বিশেষ গোষ্ঠীর স্বপ্ন সংরক্ষণ ও স্বার্থসংশ্লিষ্ট দাবিদাওয়া পেশ করার জন্য সংগঠিত গোষ্ঠীকে সংগঠনভিত্তিক চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলে।
এ ধরনের গোষ্ঠী পরিকল্পিত ও সুসংহতভাবে নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে নিজেদের দাবি উপস্থাপন করে।
এ গোষ্ঠীগুলো দেশের প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার উপর উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করতে পারে।
শ্রমিক সংঘ, বণিক সঙ্গে শিল্পপতিদের সংগঠন, ধর্মীয় সংগঠন ইত্যাদি সংগঠনভিত্তিক চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর উদাহরণ ।
৩। সংগঠনহীন চাপ সৃষ্টিকারী গোষ্ঠী (Non-associational Pressure Group) :
বংশ, শ্রেণি, জাতি, ধর্ম, ভাষা, পেশা, সংস্কৃতি প্রভৃতির উপর ভিত্তি করে অসংগঠিতভাবে গড়ে ওঠা গোষ্ঠীকে সংগঠনহীন চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলে।
এ ধরনের চাপ সৃষ্টিকারী গোষ্ঠী আনুষ্ঠানিকভাবে বা সচেতনভাবে সংগঠিত নয়।
স্বার্থ রক্ষার জন্য এদের কোনো সংগঠিত পদ্ধতি থাকে না এবং তারা দেশের প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার উপরও কোনো প্রভাব বিস্তার করতে পারে না।
৪। প্রাতিষ্ঠানিক চাপ সৃষ্টিকারী গোষ্ঠী (Institutional Pressure Group) :
আনুষ্ঠানিকভাবে সংগঠিত গোষ্ঠীকে প্রাতিষ্ঠানিক চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলে। এ ধরনের গোষ্ঠী কোনো পেশা বা বৃত্তিভুক্ত ব্যক্তিদের নিয়ে গঠিত হয়।
এ গোষ্ঠী সুসংগঠিত ও প্রভাবশালী হয়। আইনসভা, আমলাতন্ত্র, চার্চ, সেনাবাহিনী, রাজনৈতিক দল ইত্যাদির মধ্যে প্রাতিষ্ঠানিক চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর অস্তিত্ব লক্ষ করা যায়।
এ ধরনের গোষ্ঠী রাজনৈতিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
Professor Alan R. Ball দুই ধরনের চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর কথা উল্লেখ করেছেন। যেমন-
৫। স্বার্থগোষ্ঠী (Interest Group) :
স্বার্থগোষ্ঠী মূলত অভিন্ন পেশা বা বৃত্তির ব্যক্তিদের নিয়ে গঠিত হয়।
এ গোষ্ঠীর সদস্যদের মধ্যে সমস্বার্থগত অংশীদারি মনোভাব বিদ্যমান থাকে।
উদাহরণস্বরূপ কৃষকদের সংগঠন বা ব্যাংক কর্মকর্তাদের সংগঠনের কথা উল্লেখ করা যায়।
৬। মনোবৃত্তিবাহী গোষ্ঠী (Attitude Group) :
অভিন্ন মূল্যবোধে বিশ্বাসী গোষ্ঠীকে মনোবৃত্তিবাহী গোষ্ঠী বলে।
এ গোষ্ঠীর সদস্যরা কয়েকটি ক্ষেত্রে একই মূল্যবোধ ও মনোভাবের দ্বারা চালিত হয়। উদাহরণস্বরূপ পশু ক্লেশ নিবারণী সমিতি, পরিবেশদূষণ প্রতিরোধ সমিতি ইত্যাদি বিভিন্ন ধরনের সমিতির কথা বলা যায় ।
এছাড়া আরও কয়েক ধরনের চাপ সৃষ্টিকারী গোষ্ঠী রয়েছে।
সেগুলো হলো-
৭।রাজনৈতিক চাপ সৃষ্টিকারী গোষ্ঠী (Political Pressure Group) :
চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সরাসরি কোনো রাজনৈতিক দল নয়।
তবে তারা পর্দার আড়ালে থেকে তাদের স্বার্থ রক্ষাকারী রাজনৈতিক দলকে সমর্থন করে এবং ঐ রাজনৈতিক দলকে বিজয়ী করার জন্য বিভিন্ন উপায়,
যেমন : উৎকোচ, উপহার প্রদান ইত্যাদি অবলম্বন করে।
রাজনৈতিক ক্ষমতার বাইরে অবস্থান করে যে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী নিজেদের স্বার্থরক্ষার জন্য কোনো রাজনৈতিক দলের অনুকূলে কাজ করে, তাকে রাজনৈতিক চাপ সৃষ্টিকারী দল বলে।
এ গোষ্ঠী সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, গণমাধ্যম ও জনগণের সাথে যোগাযোগ রক্ষা করে থাকে।
৮।সংরক্ষণমূলক চাপ সৃষ্টিকারী গোষ্ঠী (Protective Pressure Group) :
সমাজের বিশেষ কোনো একটি অংশের স্বার্থ সংরক্ষণের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালনকারী চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে সংরক্ষণমূলক চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলে।
বেসরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এ ধরনের গোষ্ঠীর উদাহরণ।
৯।উন্নয়নমূলক চাপ সৃষ্টিকারী গোষ্ঠী (Developmental Pressure Group) :
যে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কোনো বিশেষ সুশীলসমাজকে লক্ষ্য বাস্তবায়ন করার উদ্দেশ্য নিয়ে কাজ করে তাকে উন্নয়নমূলক চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলে।
ধরনের চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর উদাহরণ হিসেবে উল্লেখ করা যায়।
উন্নয়নমূলক চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে উন্নয়নমূলক কার্যক্রমের অতন্দ্র প্রহরী হিসেবে আখ্যায়িত করা যায়।