কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০১৫ : কম্পিউটার পরিক্ষা ২০১৫
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা
সময় : ১ ঘণ্টা রেজিস্ট্রেশন নং
বেসিক ট্রেড ৩৬০ ঘণ্টা মেয়াদি
(জুলাই-ডিসেম্বর এবং অক্টোবর-ডিসেম্বর) পরীক্ষা-২০১৫ বিষয় : কম্পিউটার অপারেটর/কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন (বিষয় কোড : ১৬/৭৬)
সেশন ….
৩৭৭
[পরীক্ষার তারিখ : ১৫/১/২০১৬]
পরিদর্শকের স্বাক্ষর
সকল প্রশ্নের উত্তর দিতে হবে। (মান ঃ ১ x ৫০ = ৫০)
১। ফাইল সেভ করলে কি ঘটে?
||উত্তর: ফাইল সেভ করলে একটি নির্দিষ্ট নামে কোনো একটি ডকুমেন্টকে সংরক্ষণ করা যায় ।
২। পূর্ণনাম লেখ (ক) TCP/IP (খ) VOIP.
| উত্তর: (ক) Transmission Control Protocol / Internet Protocol.
(খ) Voice Over Internet Protocol.
৩। Page Set up কাকে বলে?
|| উত্তরঃ এমএস অফিস এর কোনো প্রোগ্রামে কোনো ডকুমেন্ট তৈরি করার পর সেটা প্রিন্ট দিতে হলে, কোনো আকারের পৃষ্ঠা ব্যবহার হবে, পৃষ্ঠার মার্জিন কতটুকু হবে এসব কিছুকে একত্রে পেজ সেট আপ বলা হয় ।
৪। Footnote কী?
|| উত্তরঃ প্রতিটি পৃষ্ঠার নিচে টীকা লেখা হলো ফুটনোট ।
৫ । MS Excel-7 এর ওয়ার্কশিটে কয়টি Row ও Column থাকে?
|| উত্তরঃ MS Excel-7 এর ওয়ার্কশিটে ১০,৪৮৫৭৬টি রো-এবং ১৬,৩৮৪টি কলাম থাকে ।
৬। এক্সেল প্যাকেজ দিয়ে কোন কোন ধরনের কাজ করা যায়?
| উত্তরঃ এক্সেল প্যাকেজ দিয়ে বিভিন্ন ধরনের হিসাবনিকাশ এর কাজ করা যায় ।
৭। একটি ই-মেইল অ্যাড্রেসের সাধারণ গঠন লেখ-
| উত্তর: UserId@yahoo.com অথবা
Userid@gmail.com,
যার সাধারণ
গঠন হলো mailid@domainname.com
৮। Database Application কী?
উত্তরঃ শাব্দিক অর্থে ডাটাবেস হচ্ছে কোনো সম্পর্কিত বিষয়ের উপর ব্যাপক তথ্য বা উপাত্তের সমাবেশ। বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে ডাটাবেস সংরক্ষণ, অ্যানালাইসিস, হিসাবরক্ষণ ইত্যাদিতে ব্যবহার করার জন্য জনপ্রিয়, শক্তিশালী ও সংরক্ষিত প্রোগ্রামই হলো Database Application |
৯। একটি প্রেজেন্টেশন সফ্টওয়্যারের নাম লেখ । || উত্তরঃ মাইক্রোসফ্ট পাওয়ার পয়েন্ট।
১০। Computer virus-এর কাজ কী?
উত্তরঃ কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রামকে নষ্ট করে দেয়া। ভাইরাস আক্রান্ত হলে কম্পিউটারে বিভিন্ন সমস্যা দেখা
দেয়।
ও বাক্যটি সত্য হলে ‘স’ এবং মিথ্যা হলে ‘মি’
লেখঃ ১১। Binary সংখ্যা পদ্ধতির মৌলিক অঙ্ক ১০টি। | উত্তরঃ ‘মি’
১২। 1000 Megabyte = 1 Gigabyte.
॥ উত্তর: ‘মি’
১৩। CD ROM-এ CD Write করা যায় না ।
| উত্তরঃ ‘স’
১৪। MS Word একটি Word processing software. ॥ উত্তরঃ ‘স’
১৫। লেজার প্রিন্টার একটি আউটপুট ডিভাইস ।
| উত্তরঃ ‘স’
১৬। Power Point একটি Presentation software
॥ উত্তরঃ ‘স’
১৭। MS Excel-এ গড় বের করার সূত্র হচ্ছে = AVERAGE (CELL NUMBER : CELL NUMBER) ।
| উত্তরঃ ‘স’
১৮। Access দিয়ে নতুন ডাটাবেস প্রোগ্রাম তৈরি করা যায় ৷ | উত্তরঃ ‘স’
১৯। Internet অর্থ International Network.
| উত্তরঃ ‘স’
২০। Mail পাঠাতে হলে Sign up করতে হয়। | উত্তরঃ ‘মি’
সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর:
২১। পেনড্রাইভে মেমরি ব্যবহৃত হয় ৷
| উত্তরঃ ফ্লাশ
২২। সুপারকম্পিউটার সবচাইতে—কম্পিউটার।
উত্তরঃ দ্রুতগতির/শক্তিশালী
২৩। MS Office হচ্ছে অনেকগুলো – এর সমষ্টি।
|| উত্তর: Application Program
২৪। LAN-এর পূর্ণরূপ হচ্ছে….।
| উত্তর: > Local area network.
২৫। Mozila firefox হলো এক ধরনের –
| উত্তর: ওয়েব ব্রাউজার ।
সার্টিফিকেট-ইন-কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন
২৬। Microsoft Excel মূলত একটি—- Software ।
| উত্তরঃ স্প্রেডশিট
291 Goal Seek অপশনটি – Menu-এর অধীনে।
॥ উত্তর: Tools
২৮। www.bteb.gov.bd হলো – এর ওয়েব অ্যাড্রেস। ||
উত্তরঃ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড
২৯। MS Access-এ — তৈরি করা যায় ৷
| উত্তরঃ ডাটাবেস প্রোগ্রাম
৩০। প্রত্যেকটি Search Engine এক একটি — ।
| উত্তরঃ ব্রাউজার
সঠিক উত্তরটিতে টিক (√) চিহ্ন দাও :
৩১। অ্যাবাকাস কী ধরনের যন্ত্র?
(ক) নুড়ি ও পাথরের তৈরি গণনাকারী যন্ত্র
(খ) কাঠের তৈরি গণনাকারী যন্ত্র √
(গ) পাথরের তৈরি গণনাকারী যন্ত্র
(ঘ) লোহার তৈরি গণনাকারী যন্ত্র
৩২। কয় বাইট সমান এক কিলোবাইট?
(ক) ১০৪৪ বাইট সমান ১ কিলোবাইট
(খ) ১০৩৪ বাইট সমান ১ কিলোবাইট
(গ) ১০২৪ বাইট সমান ১ কিলোবাইট √
(ঘ) ১০১৪ বাইট সমান ১ কিলোবাইট
৩৩। (A03)১৬ সংখ্যাটিকে দশমিক সংখ্যায় প্রকাশ করলে কত হবে?
(ক) ২৬৬৩ √
(গ) ২৭৬৩
(খ) ২৫৬৩
(ঘ) ২৪৬৩
৩৪। A4 Size কাগজের পরিমাপ কোনটি?
(ক) প্রস্থ = ৮.৩৭”, দৈর্ঘ্য = ১২.৬৯”
(খ) প্রস্থ = ৮.২৯”, দৈর্ঘ্য = ১০.৬৯”
(গ) প্রস্থ = ৮.১৭”, দৈর্ঘ্য = ১৩.৬৯”
(ঘ) প্রস্থ = ৮.২৭”, দৈর্ঘ্য = ১১.৬৯” √
৩৫। পেনড্রাইভ হলো একটি— ডিভাইস।
(ক) ইনপুট
(গ) ইনপুট-আউটপুট √
(ঘ) উল্লিখিত কোনোটিই নয়
(খ) আউটপুট
৩৬। = ABS (1.258) এর মান কত?
(খ) = 1.24
(ক) = 1.23 √
(গ) = 1.258
(ঘ) = 1.26
৩৭। Slide object বলা হয়-
(ক) Slide-এর একাধিক অংশকে
(খ) Slide-এর সংশ্লিষ্ট অংশকে
(গ) Slide-এর বিশিষ্ট অংশকে
(ঘ) Slide-এর প্রতিটি অংশকে √
৩৮। Cat 5 ক্যাবলে তারের সংখ্যা হলো-
(ক) ৫টি
(খ) ৬টি
(গ) ১৮টি
(ঘ) ৮টি √
৩৯। ডাটাবেস টেবিলে Primary key নির্ধারণ করা হয়-
(ক) Relation সৃষ্টির জন্য √
(খ) Table তৈরির জন্য
(গ) Design করার জন্য
(ঘ) Table Import করার জন্য
৪০। HTTP-এর পূর্ণরূপ কোনটি?
(ক) Higher Text Technology Problem (খ) Hyper Text Transfer Protocol √
(গ) Hot Text Transfer Problem
(ঘ) Haker Text Transfer Permission
Translate into English:
৪১। বাংলাদেশ আমার মাতৃভূমি ৷
| উত্তর: Bangladesh is our motherland.
৪২। আমার বাবা একজন কৃষক ।
| উত্তর: My father is a farmer.
৪৩। দেশপ্রেম মহৎ গুণ ৷
| উত্তর: Patriotism is a great virtue.
Fill in the blanks with appropriate preposition :
88। The birds are sitting – wall.
| উত্তর: on
৪৫। He goes – school everyday.
| উত্তরঃ to
৪৬। Sweet is made – milk. |
উত্তরঃ of
Answer the following questions in short:
89 What is your mother?
| উত্তরঃ My mother is a housewife.
৪৮। What is your favourite food? | উত্তর: Rice is my favourite food.
৪৯। What is your home district?
| উত্তর: My home district is Rangpur.
৫০। What is the full meaning of WWW.?
| উত্তরঃ World Wide Web.
Examiner
Scrutinizer
Head Examiner
1 buah/